ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থনীতিতে নোবেল পেলেন অলিভার ও বেন

প্রকাশিত: ০৬:৩৯, ২৩ অক্টোবর ২০১৬

অর্থনীতিতে নোবেল  পেলেন  অলিভার  ও বেন

১৯০১ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি এই ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। যাকে ইংরেজীতে নোবেল লরিয়েট বলা হয়। সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সালে। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রত্যেক বছর পুরস্কারপ্রাপ্তদের একটি স্বর্ণপদক, একটি সনদ ও নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ দেয়া হয়। অর্থনীতিতে পুরস্কার মনোনীত করার দায়িত্ব পড়ে রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমির উপর। জান টিনবার্গেন ও রাঙ্গার ফ্রিস হলো অর্থনীতিতে প্রথম নোবেলবিজয়ী। এই ধারাবাহিকতায় যোগাযোগ তত্ত্বের জন্য এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেন হোমস্ট্রম। নরওয়েতে ১০ অক্টোবর নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। একাডেমি তাদের নোবেল দেয়ার কারণ হিসেবে বর্ণনা করেন যে, তারা বীমা দাবি, বেতন, সম্পদ প্রভৃতির অধিকার নিয়ে কাজ করেছেন। কমিটি আরও জানায়, সাধারণ মনে হলেও তাদের এই কাজ গুরুত্বপূর্ণ, বিশেষত আধুনিক অর্থনীতিকে বোঝার জন্য। পুরস্কার বাবদ একটি স্বর্ণের মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তারা। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। অর্থনীতি ডেস্ক
×