ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৈয়দ শামসুল হক স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ অক্টোবর ২০১৬

সৈয়দ শামসুল হক স্মরণে আলোচনা সভা

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর বনানীর ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আধুনিক যুগের প্রতিভাবান লেখক হিসেবে সৈয়দ শামসুল হকের বিভিন্ন উপন্যাস নিয়ে তিনি আলোচনা করেন। এছাড়া, আধুনিক সময়ে নিজেদের উন্নয়নের জন্য মাতৃভাষার ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন। অনুষ্ঠানে আলোচকরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. রকিবুল হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব.), বোর্ড অব ট্রাস্টিজ এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রধান সমন্বয়ক উইং কমান্ডার এএইচ এম মোস্তফা মোর্শেদ (অব.), শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×