ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিইউবিটিতে আইটি বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ অক্টোবর ২০১৬

বিইউবিটিতে আইটি বিষয়ক সেমিনার

বিইউবিটি আইটি ক্লাব সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস হল রুমে “চৎড়ভবংংরড়হধষ চৎবঢ়ধৎধঃরড়হ ভড়ৎ ঞবধষ ডড়ৎষফ রহ ওঞ, ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় ঙঁঃংড়ঁৎপরহম ধহফ ঈুনবৎ ঝবপঁৎরঃু ্ অধিৎবহবংং” শিরোনামে এক সেমিনার আয়োজন করে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমির আহম্মেদ, ম্যানেজিং ডিরেক্টর অব কার্ভ টেক, ক্রিয়েটিভার্রস, নেক্স্ট জি টিম, নেক্স্ট জি ডিজাইন। মাকসুদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক ওডিআইএন এবং তানভির হাসান জোহা, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সিটি, পরিচালক অপারেশন, ডিজিটাল ডিটেকটিভ। বিইউবিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন। আমির আহম্মেদ তাঁর বক্তৃতায় আইসিটির বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তানভির হাসান জোহা তাঁর বক্তৃতায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাইবার নিরাপত্তা সংক্রান্ত তথ্যাদি ও তার প্রয়োগের বিধিনিষেধ ইত্যাদি বিষয় উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকার উপরও গুরুত্বরোপ করেন। মাকসুদুল ইসলাম ছাত্র ছাত্রীদের মাঝে আউটসোসিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, সদস্য, বিইউবিটি ট্রাস্ট এবং কনভেনার, একাডেমিক এ্যাডভাইজরি কমিটি, বিইউবিটি। সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর মো. আবু সালেহ, ভাইস-চ্যান্সেলর, বিইউবিটি। সেমিনারে উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও শিক্ষকগণ। আরও উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার এবং অফিসারবৃন্দ।
×