ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সত্য ঘটনা অবলম্বনে ‘ক্রাইম পেট্রোল’

প্রকাশিত: ০৬:০৮, ২৩ অক্টোবর ২০১৬

সত্য ঘটনা অবলম্বনে ‘ক্রাইম পেট্রোল’

সংস্কৃতি ডেস্ক ॥ সত্য ঘটনা অবলম্বনে কয়েকটি গল্প নিয়ে টাঙ্গাইলে এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল-একটি সত্য ঘটনার’ টানা শূটিং চলছে। এবারের ‘ক্রাইম পেট্রোল’ পর্বগুলো রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলের অপরাধ জগতের নির্মম সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। এর মধ্যে রাজশাহী অঞ্চলের ২০১৩ সালের শিশু-জারিন অপহরণের ঘটনা নিয়ে নাটক ‘জারিন ও কল্পনা অপহরণ’, ২০১৩ সালে রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর অঞ্চলের ধনাঢ্য ব্যবসায়ীর ‘কলেজ পড়–য়া ছেলে সান অপহরণ’ এবং চট্টগ্রাম এলাকার তদানীন্তন সময়ের এক বনেদী পরিবারের করুণ কাহিনীর সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘বিসর্জন’ পর্ব। বিভিন্ন তথ্য সংগ্রহ ও নাটকটি রচনা করেছেন- এমএবি সুজন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। নাটকের এই তিনটি পর্বে পুলিশ টিমে অভিনয় করেছেন আশরাফ উল ইসলাম পিপিএম, নাজমুল হক, আকাশ আহমেদ, আয়ান সাদ্দাম, মোহাম্মদ আলী, মৌমিতা ও তমা। আরও আছেন গোলাম সারোয়ার, এনায়েত-এ-মাওলা জিন্নাহ, সৈয়দ সারওয়ার, সুলতান গিয়াস, নান্নু মাহমুদ, সাবেরা ইয়াসমীন সীমা, সালাম খান তরুণ, তারানা রিয়া, এ কে আজাদ সেতু, বাবলু, শোভা রানী, রিপন চৌধুরী, গোলাম শাহরিয়ার সিক্ত, তামিমা জামান তিথি, ¯িœগ্ধা হোসেন, কুসুম, জিয়ান, হিয়া, রিক্তা ও অর্ণব প্রমুখ। ‘ক্রাইম পেট্রোল-একটি সত্য ঘটনা’র মূল ভাবনা-ড. মাহফুজুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আশরাফ উল ইসলাম পিপিএম, কাস্টিং ডিরেক্টর সালাম খান তরুণ। ‘ক্রাইম পেট্রোল-একটি সত্য ঘটনা’ নাটকটি সপ্তাহে প্রতি শনিবার রাত ৮.৪৫ মিনিটে ও রবিবার সকাল ৮-৩৫ মিনিটে-এটিএন বাংলায় প্রচার হয়।
×