ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুক্তি নবায়ন করলেন নেইমার

প্রকাশিত: ০৬:০৭, ২৩ অক্টোবর ২০১৬

চুক্তি নবায়ন করলেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার সাথে আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এর ফলে আগামী ২০২১ সাল পর্যন্ত কাতালান শিবিরেই থাকছেন তিনি। যদিও চুক্তির বিষয়ে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি। গত জুনেই মূলত তার সাথে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত হয়েছিল। ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে বেশ কয়েকটি ক্লাবই আগ্রহ প্রকাশ করে যাচ্ছে। যার মধ্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম। তবে নেইমার বলেছেন বার্সিলোনায় তিনি ক্যারিয়ার বেশ উপভোগ করছেন। বার্সিলোনাকে নিজের বাড়ি মনে হচ্ছে। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস থেকে বার্সিলোনায় যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত কাতালানদের হয়ে সবধরনের প্রতিযোগিতা ১৫০টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে গোল করেছেন ৯১টি। সাউথ এশিয়ান সাঁতার এবার আরিফুলের ব্রোঞ্জ জয় স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণ প্রতিভাবান সাঁতারু আরিফুল ইসলাম দুটি স্বর্ণজয়ের পর শনিবার আরেকটি পদক জিতেছেন। তবে এটি স্বর্ণ নয়, তাম্রপদক। ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে আরিফুল ২৫.১১ সেকেন্ড সময় নিয়ে তাম্রপদক লাভ করেন। এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য দুটোই জেতে স্বাগতিক শ্রীলঙ্কা। গত শুক্রবার অনুর্ধ-১৮তে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩০.৯৪ সেকেন্ড এবং গত বুধবার ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ০৮.২১ সেকেন্ড সময় নিয়ে দুটি স্বর্ণপদকটি জিতেছিলেন আরিফুল। ওয়ালটন-সামারফিল্ড দাবা সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শেষ হয়েছে ‘ওয়ালটন-সামারফিল্ড দাবা প্রতিযোগিতা।’ শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতা মোহাম্মদপুরের সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুলটির প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সভাপতিত্ব করেন সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন। সঞ্চালনা করেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ফারজানা হোসেন এ্যানি। এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরী, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমীর আলী রানাসহ অন্যরা।
×