ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রেমলিন কাপে হৃদয় ভাঙলো কন্টের

শিরোপা ধরে রাখলেন কুজনেতসোভা

প্রকাশিত: ০৬:০৭, ২৩ অক্টোবর ২০১৬

শিরোপা ধরে রাখলেন কুজনেতসোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রেমলিন কাপের শিরোপা ধরে রাখলেন সভেতলনা কুজনেতসোভা। শনিবার ফাইনালে দারিয়া গ্যাভ্রিলোভাকে সরাসরি সেটে হারান তিনি। সেইসঙ্গে বছরের শেষ বড় টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে খেলার টিকেটও নিশ্চিত করলেন সভেতলনা কুজনেতসোভা। ক্রেমলিন কাপের শিরোপা জিতলেই ডব্লিউটিএ ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করবেন কুজনেতসোভা। এমন পরিসংখ্যান নিয়েই কোর্টে নামেন তিনি। অন্যথায় তার পরিবর্তে সিঙ্গাপুরের সেই টুর্নামেন্টে খেলবেন জোহানা কন্টে। শেষ পর্যন্ত কন্টে নন কুজনেতসোভাই ডব্লিউটিএ ফাইনালসে খেলার টিকেট নিশ্চিত করলেন। শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে শীর্ষ বাছাই কুজনেতসোভা ৬-২ এবং ৬-১ সেটে হারান অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাভ্রিলোভাকে। প্রতিপক্ষের বিপক্ষে এই জয় পেতে তার সময় লাগে মাত্র ১ ঘণ্টা ১১ মিনিট। দুটি গ্র্যান্ডসøাম জয়ের মালিক। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৯ নাম্বারে অবস্থান করছেন তিনি। ক্রেমলিন কাপের শুরু থেকে দুর্দান্ত খেলেই শিরোপা জয়ের স্বাদ পান রাশিয়ান তারকা। ক্রেমলিন কাপে দাপট অব্যাহত রাখতে পেরে দারুণ তৃপ্ত কুজনেতসোভা। সেইসঙ্গে মৌসুমের শেষ বড় টুর্নামেন্টে জায়গা করে নিতে পেরেও দারুণ রোমাঞ্চিত তিনি। কেননা ডব্লিউটিএ টুর্নামেন্টে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটজন তারকা খেলবেন। সেক্ষেত্রে আগে থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিলেন কুজনেতসোভা এবং জোহানা কন্টে। কিন্তু তাদের দরজা খুলে দেন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দেন সিঙ্গাপুরের এই ইভেন্টে খেলছেন না তিনি। ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান তারকার বর্তমান বয়স ৩৫। কিন্তু বয়স যেন তার কাছে শুধুই একটা সংখ্যা। তবে এই সময়ে ইনজুরির কবলে পড়েন তিনি। যে কারণে উহান ওপেন চীনা ওপেনের পর ডব্লিউটিএ ফাইনালস থেকেও সরে দাঁড়ান সেরেনা। এর ফলে এই মৌসুমে আর খেলা হচ্ছে না তার। আমেরিকান টেনিস কিংবদন্তি কোর্টে না থাকায় রাজত্ব করছেন এ্যাঞ্জেলিক কারবার। প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছেন তিনি। সভেতলনা কুজনেতসোভা ছাড়া ডব্লিউটিএ ফাইনালসে খেলার টিকেট পাওয়া অন্য সাত খেলোয়াড় হলেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, আমেরিকার মেডিসন কেইস, সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা, পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং স্পেনের গারবিন মুগুরুজা। এই টুর্নামেন্ট শুরুর দুইদিন আগে শুক্রবার সিঙ্গাপুলে উপস্থিত ছিলেন জোহানা কন্টেও। কিন্তু এখন ভাঙ্গা হৃদয় নিয়েই দর্শকের ভূমিকায় থাকতে হবে ব্রিটেনের এই টেনিস তারকাকে।
×