ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ট্যামফোর্ড ব্রিজে আজ প্রতিপক্ষ মরিনহো

প্রকাশিত: ০৬:০৬, ২৩ অক্টোবর ২০১৬

স্ট্যামফোর্ড ব্রিজে আজ প্রতিপক্ষ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ স্ট্যামফোর্ড ব্রিজে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে জোশে মরিনহোর। চেলসির কোচ হিসেবে দুই মেয়াদে তিনিই তো তিনবার ক্লাবকে প্রিমিয়ার লীগের শিরোপা উপহার দিয়েছেন। সেই ডাগ আউটে আজ আবারও দেখা যাবে মরিনহোকে। তবে এবার প্রতিপক্ষ দলের কোচ হিসেবে। প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চেলসি যে স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। গত বছরের ডিসেম্বরে মরিনহোকে বরখাস্ত করে চেলসি। এরপর অনেক জলঘোলা করে ওল্ড ট্র্যাফোর্ডে নতুন করে ঠিকানা গড়েন স্পেশাল ওয়ান। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর আজই প্রথম চেলসির প্রতিপক্ষ হিসেবে ডাগ-আউটে দাঁড়াবেন মরিনহো। এর আগে ২০১০ সালে ইন্টার মিলানের কোচ হিসেবে গিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন তিনি। এবার কি অপেক্ষা করছে তার ভাগ্যে? জয়Ñ নাকি ড্র কিংবা হারের তৃপ্তি। সেটা বলবে সময়। তবে ম্যাচের আগে অবশ্য উত্তাপ ছড়িয়েছে তার অভ্যর্থনা নিয়েÑ ব্লুজ সমর্থকরা কিভাবে স্বাগত জানাবেন তাদের স্পেশাল এই কোচকে! চেলসির কোচ এ্যান্তনিও কন্তে অবশ্য সম্মান প্রদর্শন করেই কথা বলছেন। কন্তের সাফ জবাব, ‘তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তিনবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। আমি তাকে এই ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই মেনে নিচ্ছি। আমার মতে ভাল অভ্যর্থনা পাওয়ারই যোগ্য তিনি।’ পুরনো ক্লাবের সঙ্গে অনেক আবেগ জড়িত মরিনহোর। তবে স্পেশাল ওয়ানের সাফ উত্তর, ‘আবেগ নিয়ন্ত্রণ করার পরিপক্কতা আমার আছে। আমার দল যদি গোল করে তাহলে কী শিশুর মতো উদযাপন করা? অবশ্যই না, এমনকি সমর্থকরাও যদি আমার সঙ্গে নেতিবাচক আচরণ প্রদর্শন করে তারপরও আমি নেতিবাচক কোন প্রতিক্রিয় দেখাব না।’ এদিকে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ছাড়াও আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-সাউদাম্পটন। সবধরনের প্রতিযোগিতায় গত চার ম্যাচে জয়বিহীন রয়েছে সিটি। এই অবস্থায় আজ নিজেদের মাঠে সাউদাম্পটনকে স্বাগত জানাবে পেপ গার্ডিওলার দল। চ্যাম্পিয়ন্স লীগে বুধবার বার্সিলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হবার বিষয়টি সংশ্লিষ্ট সকলকেই বেশ চিন্তিত করে তুলেছে। এই ম্যাচের পরপরই ধারণা করা হয়েছিল গার্ডিওলা হয়তো সিটিকে লড়াইয়ে ফিরিয়ে আনতে আরও বেশি কৌশলী পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু তা না করে সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখের কোচ তার সেই আক্রমণাত্মক কৌশলই বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। এই নীতিতে গোলরক্ষক ও ডিফেন্ডাররা পিছন থেকে আক্রমণের ভিত রচনা করে দেয়। এ সম্পর্কে পেপ গার্ডিওলা বলেন, ‘না, না, আমি কখনই বদলাব না। ভবিষ্যতে এটা যদি কাজে না লাগে আমি নিশ্চিত আগামী মৌসুমে এর কোন ফল পাওয়া যাবে। তবে সেটাও যদি না হয় তবে আমি দেশে ফিরে যাব। গত সাত বছরে আমি ২১টি শিরোপা জয় করেছি। এই পরিসংখ্যান অনুযায়ী এই ধরনের কৌশলে আমি প্রতিবছর তিনটি করে শিরোপা জয় করেছি। যেভাবে আমরা খেলছি সেটাকে আমি ভালই মনে করি। তবে আমি দুঃখিত যে দুই থেকে তিন সপ্তাহ যাবত বিষয়গুলো অনুকুলে থাকছে না।’ সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে সিটি দলে পাচ্ছেন না রাইট ব্যাক পাবলো জাবালেতাকে। বার্সার বিপক্ষে ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন। এদিকে আরেক ডিফেন্ডার বাকারি সাগনা হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। শুধু তাই নয়, গার্ডিওলা আরও জানিয়েছেন যে, গত দুই মৌসুম ধরে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিও এখন মানসিকভাবে নিজেকে আর ম্যাচের জন্য উপযুক্ত মনে করছেন না। তার মধ্যে একটা ভীতি কাজ করছে। ন্যুক্যাম্পে ৩০ বছর বয়সী এই বেলজিয়ানের খেলা হয়নি। কিন্তু সাউদাম্পটনের বিপক্ষে তার খেলার ইঙ্গিত পাওয়া গেছে। গার্ডিওলা বলেন, ‘কয়েক সপ্তাহ আগেই আমি মনে করেছিলাম ভিনসেন্ট ফিরে আসবে। কিন্তু সেটা হয়নি। এখনও আমার সাথে তার মাঠে দেখা হয়নি। আশা করছি সে ফিরে আসবে।’ ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯। সমান সংখ্যক ম্যাচে পয়েন্ট সিটির সমান ১৯ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুইয়ে অবস্থান আর্সেনালের। এরপর তিন নম্বরে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ৮ ম্যাচ থেকে স্পার্শদের সংগ্রহ ১৮ পয়েন্ট।
×