ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৫, ২৩ অক্টোবর ২০১৬

টুকরো খবর

সেতু দাবিতে বিশ্বনাথে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ‘কয়বরকালি’ খালের ওপর সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কয়বরখালি খালের ওপর একটি সেতুর অভাবে তিন উপজেলাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার পর থেকে উপজেলার সীমান্তবর্তী ওই এলাকায় উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। নির্বাচনে এমপি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যানরা বিজয়ী হওয়ার পর এই এলাকায় কোন উন্নয়নই করেননি। এমন অভিযোগ স্থানীয় জনসাধারণের। ফলে এলাকাটি একটি অবহেলিত জনপদ হিসেবে রয়ে গেছে। দুই ছেলের মারামারি ॥ মায়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দুই ভাইয়ের মারামারি ঠেকাতে যাওয়ার সময় পড়ে গিয়ে নিহত হয়েছেন মা যমুনা খাতুন। শুক্রবার রাতে সাতক্ষীরার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের আবদুস সবুরের দুই ছেলে নাজমুল ও আল আমিন নারকেল পাড়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। রাতে তারা দু’জনে মারামারি করতে থাকে। জানতে পেরে তাদের মা যমুনা খাতুন (৪৫) তাদের ঠেকাতে ঘর থেকে বের হন। তিনি নিজেদের কলপাড় পর্যন্ত যেতেই পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জাবির দুই ছাত্র বহিষ্কার জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে সংবাদিককে মারধরের ঘটনায় ২ জনকে বহিষ্কার করেছে বিশ^বিদ্য্ালয় প্রশাসন। শুক্রবার রাতে অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জাবিতে কর্মরত সাংবাদিক আবু রায়হানকে মারধরের ঘটনায় শরীফ হোসেন লস্করকে (নৃবিজ্ঞান, ৪২ ব্যাচ) ২ বছরের জন্য বহিষ্কার ও রিয়াজুল ইসলামকে (বাংলা, ৪৪ ব্যাচ) ৪ মাসের জন্য বহিষ্কার এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বহিষ্কার চলাকালে তাদের বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী শরীফ হোসেন লষ্কর (নৃবিজ্ঞান বিভাগ, ৪২ ব্যাচ) এর নেতৃত্বে রিয়াজুল ইসলামসহ (বাংলা বিভাগ, ৪৪ ব্যাচ)সহ বহিরাগত কয়েকজন মিলে বিশমাইলের পানির ট্যাংকির কাছে আবু রায়হানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আবু রায়হান মারাত্মকভাবে আহত হন। ১০ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ অক্টোবর ॥ ভাঙ্গায় আগুনে পুড়ে গেছে ১০টি মেশিনারিজ দোকান। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে অগ্নিকা-ের এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌরাস্তা এলাকার খুচরো যন্ত্রাংশের বিক্রেতা (মেশিনারিজ) জাকির হোসেনের দোকান থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এর ফলে ১০টি মেশিনারিজ দোকান পুড়ে যায়। আগুনে জাকির হোসেন, কবির মুন্সী, জালাল ফকির, জাকারিয়া খান, মিরাজ মাতুব্বর, ফরিদ খান, মান্নান শেখ, আজিম খান, রুবেল শেখ ও আজাদ হোসেনের দোকানগুলো পুড়ে যায়। ভাঙ্গা চৌরাস্তা মেসিনারিজ সমিতির সাধারণ সম্পাদক আজিম খান জানান, এ মেসিনারিজ দোকানে পাওয়ার টিলারসহ কৃষি যন্ত্রপাতিও বিক্রি হতো। তিনি বলেন, আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাগলা কুকুরের কামড়ে আহত ১২ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ অক্টোবর ॥ কেরানীগঞ্জে পাগলা কুকুরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। রাতদিন এসব কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। পাগলা কুকুরের আক্রমণে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ১২জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেনÑ আগানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহমেদ (৩৮) ও তার ছেলে স্বারক (৯), আগানগর কাঁচাবাজারের তরকারি বিক্রেতা হাবিব সরদার (২১), মুরগি বিক্রেতা মারুফ (১০), দোকান কর্মচারী সিয়াম (১৪), পথচারি রিয়াজুল(১১), জাকির (৩৫) ও সজিব (১১)। এছাড়া জিনজিরা এলাকায় অজ্ঞাতনামা আরও ৪ ব্যক্তির আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। আহতরা রাজধানীর মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এদের মধ্যে সজিব নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে পাগলা কুকুরের আক্রমণে বেশকিছু গৃহপালিত পশুপাখি আক্রান্তের কথাও জানিয়েছেন স্থানীয়রা। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ অক্টোবর ॥ সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেনের ডাংগী গ্রামের সেখ সিরাজের দুই বছরের শিশুপুত্র তাওহীদ শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। জানা গেছে, তাওহীদ বাড়ির উঠানে খেলা করছিল। শিশুর মা ছেলেকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখতে পায়। পরে পানি থেকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×