ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিরল প্যাঁচা উদ্ধার

প্রকাশিত: ০৬:০৪, ২৩ অক্টোবর ২০১৬

বিরল প্যাঁচা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ অক্টোবর ॥ রুহিয়া থানার আখানগর ইউনিয়নের দোলুয়াপাড়া এলাকার কয়েকটি ছেলে শনিবার সকালে বিরল প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করেছে। পরবর্তীতে সেটি রুহিয়া থানায় হস্তান্তর করা হয়। প্যাঁচাটি কোন্ জাতের এবং কোথায় পাওয়া যায় এ বিষয়ে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেরিনারি সার্জন ডাঃ হান্নান আলী বলেন, প্যাঁচাটি বার্ন ওল জাতের। পৃথিবীতে এ জাতের প্যাঁচা সচরাচর অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায়। বর্তমানে এ জাতের প্যাঁচা বিলুপ্তির পথে। বাংলাদেশে এ জাতের প্যাঁচা বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাকৃবিতে সনদ বিতরণ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণী কক্ষে সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিটিআইর পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে টিভির চীফ এডিটর ও সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
×