ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে ১০ টাকার চাল বিতরণে অনিয়ম ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:০৩, ২৩ অক্টোবর ২০১৬

ফকিরহাটে ১০ টাকার চাল  বিতরণে অনিয়ম ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিতারণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড বঞ্চিত বেশকিছু নারী-পুরুষ শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। কার্ড বঞ্চিতদের অভিযোগ, বেশকিছু হতদরিদ্রকে বাদ রেখে স্বাবলম্বী এবং বিত্তশালীদের নামে ওই মেম্বর তালিকা প্রণয়নে সহায়তা করে কার্ড দিয়েছেন। তারা তদন্তপূর্বক ওই কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্রদের নামে কার্ড বরাদ্দের দাবি জানান। এদিকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতারণের সময় ওজনে কম দেয়ার অভিযোগে মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। লকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাজুরা গ্রামের বাবুল শেখ, আয়শা বেগম, আবু সাঈদ, মেহেদী হাসান, ছালেয়া বেগম, হাসিনা বেগম ও আকলিমা বেগমসহ বেশ কয়েকজন নিজেদের হতদরিদ্র দাবি করে বলেন, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল প্রাপ্তির কার্ড থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। তাদের অভিযোগ ওয়ার্ড মেম্বর আলী আহম্মেদ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে দালান বাড়ি, মুরগির ফার্ম, রাইসমিল আছে এমন মানুষদের তালিকাভুক্ত করে তাদের কার্ড দিয়েছে। অনিয়মের কারণে তারা বঞ্চিত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে আসাদ বক্স নামে এক জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। অন্য ডিলারের মাধ্যমে ওই ওয়ার্ডের হতদরিদ্রদের চাল বিতারণ করা হবে। অভিযোগের বিষয়ে ইউপি মেম্বর আলী আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই তালিকা প্রণয়নে তার কোন হাত ছিল না। ওয়ার্ডে ২৪৮ জনের নামে বরাদ্দকৃত কার্ড বিতরণের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। তালিকা প্রণয়নের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেন। লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তালিকা প্রণয়নের দায়িত্ব দেয়া হয়েছিল।
×