ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রীর মাথার চুল কেটে দিল সন্ত্রাসীরা, আটক ২

প্রকাশিত: ০৬:০৩, ২৩ অক্টোবর ২০১৬

স্কুলছাত্রীর মাথার চুল কেটে দিল সন্ত্রাসীরা, আটক ২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ অক্টোবর ॥ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর ইটলিরভিটা গ্রামের নুরু মিয়ার মেয়ে নূরিনা আকতারের (১৫) চুল কেটে দিয়েছে প্রতিবেশী সন্ত্রাসী যুবকরা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই যুবকদের খুঁজছে। নূরিনা আকতার পার্শ্ববর্তী রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণসিংহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। জানা গেছে, ইটলিরভিটা গ্রামের বাটুল মিয়ার একটি ছাগল জমির ফসল খেয়ে ফেললে শুক্রবার নুরু মিয়ার ছেলে আজাদ হোসেন পিটিয়ে ছাগলটি মেরে ফেলে। এ নিয়ে স্থানীয়ভাবে এক শালিস বৈঠকে ছাগলের মূল্য পরিশোধের সিদ্ধান্ত হয়। শনিবার সকালের মধ্যে ওই টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু টাকা পরিশোধ না করায় দুই প্রতিবেশীর মধ্যে এক দফা ঝগড়া বিবাদ হয় এবং দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে নুরু মিয়ার মেয়ে নূরিনা আকতার শনিবার সকালে বিদ্যালয়ের উদ্দেশে রওনা দিলে কিছুদূর যাওয়ার পর বাটুল মিয়ার ছেলে আরিফ মিয়া (২০), ওই পরিবারের আলম মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮) এবং আব্দুস সালামের ছেলে আশিক মিয়া (১৮) তার পথরোধ করে। তারা তাকে মারপিট করে, তার হাতের ঘড়ি, গলার চেন ছিনিয়ে নেয়। এ অবস্থায় সন্ত্রাসী যুবকরা নুরিনা আক্তারের মাথার চুল কেটে ফেলে। খবর পেয়ে নুরু মিয়ার লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসী যুবকরা পালিয়ে যায়। এ নিয়ে শনিবার বিকেলে সদর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ বাটুল মিয়া এবং তার ভাই আব্দুস সালামকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধী ৩ যুবককে গ্রেফতারের পুলিশী অভিযান চলছে।
×