ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:০৩, ২৩ অক্টোবর ২০১৬

রাজশাহীতে ট্রাকের  ধাক্কায় পুলিশ  কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর রাজপাড়া থানার কোট স্টেশন এলাকার চারখুঠার মোড়ে বেপরোয়া ট্রাকের চাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই এসআইয়ের নাম আব্দুল হামিদ (৪২)। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের এই কর্মকর্তা আদালতে কর্মরত ছিলেন বলে জানান রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ। ওসি জানান, রাতে এসআই আব্দুল হামিদ মোটরসাইকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থেকে কোর্ট স্টেশনের দিকে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে হামিদ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরে শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শনিবার গার্মেন্টসের নারী কর্মী নিহত হয়েছে। নিহতের নাম তানিয়া আক্তার ২৭)। সে নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী এবং গাজীপুরের ফরচুনা পোশাক কারখানার শ্রমিক। এদিকে একই দিন বাস চাপায় অপর এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সিটি কর্পোরেশনের কুনিয়ার ভাড়া বাসা থেকে শনিবার সকালে কারখানায় যাচ্ছিল তানিয়া। বোর্ডবাজার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাক তানিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।
×