ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে হুজুরের কেরামতি ॥ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ২৩ অক্টোবর ২০১৬

কেশবপুরে হুজুরের কেরামতি ॥ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২২ অক্টোবর ॥ হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসার শিকার সাড়ে সাত বছরের শিশু আজিম অবশেষে মারা গেল। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শ্যামল কুমার শাহা জানিয়েছেন, আজিম এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়েছিল। দ্রুত চিকিৎসা না করা এবং কবিরাজি মতে অতিরিক্ত মাত্রায় ওষুধ ব্যবহারের কারণে তার মৃত্যু হয়েছে। দুর্বাডাঙ্গা গ্রামের অন্ধ আব্দুল আলীমের ছেলে আজিমের সামান্য জ্বর ও খিচুনী হওয়ায় ১৫ অক্টোবর শনিবার দুপুর বার টার দিকে তার মা তানজিলা বেগম হাসপাতাল মোড়ের জিন তাড়ানোর হুজুর জিয়াউর রহমান জিয়ার কাছে ঝাড়াতে নিয়ে যান। ঝাড়ানোর পর ওই হুজুর আজিমকে বারবিট ও ট্রাক্সন ইনজেকশন দেয়। সঙ্গে সঙ্গে আজিমের নড়াচড়া বন্ধ হয়ে যায়। জিয়া হুজুর আজিমকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু ধীরে ধীরে আজিমের পেট ফুলে উঠতে থাকে এবং প্রসাব বন্ধ হয়ে যায়। অবস্থা খারাপ বুঝে আজিমকে রাত ১১ টার দিকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার শেখ আবু শাহিন জানান, আজিমের অবস্থা খুবই আশংকাজনক। কিছু না বুঝে তাকে ট্রাক্সন ও বারবিট ইজেকশন দেয়া হয়েছে। অতিরিক্ত মাত্রায় ওষুধের কারণে রোগী অচেতন হয়ে গেছে। সে এনকেফালাইটিস রোগে আক্রান্ত বলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরের দিন রবিবার সকালেই যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় আজিমের মা তানজিলা বেগম জিয়া হুজুরের ভুল চিকিৎসার বিচারের দাবিতে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে এসআই তারিকুল ইসলাম জিয়া হুজুরকে আটক করে অজানা কারণে আবার ছেড়েও দেন। থানার ওসি সহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। পরের দিন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির ভ- জিয়াউর রহমান জিয়া হুজুরের ঘরের সামনে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার আস্তানা ছিলগালা করে দেন। অপচিকিৎসার অভিযোগে দু’দফা সাজাপ্রাপ্ত আলোচিত জিয়াউর রহমান জিয়া হুজুর নিজেকে পল্লী চিকিৎসক দাবি করে জানান, ঝাড়ানোর পাশাপাশি আজিমকে প্রাথমিক চিকিৎসা হিসেবে বারবিট ও ট্রাক্সন ইনজেকশন দিয়েছি। প্রায়ই এমন চিকিৎসা দিয়ে থাকি। শনিবার দুপুরে দুর্বাডাঙ্গা গ্রামে গিয়ে জানা যায়, সকাল দিকে নিহত আজিমের দাফন সম্পন্ন হয়েছে। নিহতের মা তানজিলা জানান, আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে। অভিযোগ করে আর কি হবে? জিয়া হুজুর নিহতের পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করছে।
×