ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনিরামপুরের ৫ মুক্তিযোদ্ধার শাহাদাত বার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০১, ২৩ অক্টোবর ২০১৬

মনিরামপুরের ৫ মুক্তিযোদ্ধার শাহাদাত  বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরের পাঁচ মুক্তিযোদ্ধার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ রবিবার। ১৯৭১ সালের এই দিনে এ দেশের স্বাধীনতাকামী পাঁচ সূর্যসন্তান আসাদ, তোজো, শান্তি, মানিক ও ফজলু পাক হানাদারবাহিনীর নির্মম নির্যাতনে শহীদ হন। জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে কেশবপুর সড়কের চিনাটোলা বাজারের পূর্বপাশে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে ২৩ অক্টোবর সকালে নির্মম হত্যার শিকার হন যশোরের এ পাঁচ সূর্যসন্তান। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও এ শহীদদের স্মৃতি রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। স্থানীয়রা জানান, হরিহর নদীর পাড়ে রয়েছে পাঁচ সূর্যসন্তানের কবরস্থান। কিন্তু শহীদদের ওই বধ্যভূমি আজ অযতেœ-অবহেলায় পড়ে আছে। কয়েক বছর আগে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য বাম দলের পক্ষ থেকে বধ্যভূমিতে একটি অসম্পূর্ণ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যার আংশিক কাজ শেষ হলেও বৃহৎ অংশ এখনও বাকি। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলাউদ্দিন জানান, ইতোপূর্বে কমান্ডের পক্ষ থেকে উল্লিখিত পাঁচ শহীদের স্মৃতি রক্ষার্থে পদক্ষেপ নেয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। এদিন শহীদ হওয়া পাঁচজনের মধ্যে মাশফিকুর রহমান তোজো ১৯৬৩ সালে গণিত ও পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী এবং ১৯৬২ সালে এমএ ডিগ্রী অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি লন্ডন থেকে একচুয়ারি ডিগ্রী অর্জন করেছিলেন। ১৯৬-এ লন্ডন থেকে দেশে ফিরে কৃষকদের মধ্যে কাজ করা শুরু করেন তিনি। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন। শহীদ আসাদুজ্জামান আসাদ ছিলেন যশোর এমএম কলেজের ভিপি, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা। ১৯৬-এর গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের ১১ দফা আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগঠনের আহ্বায়কও ছিলেন আসাদ। সিরাজুল ইসলাম শান্তি ছিলেন জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আর আহসান উদ্দিন খান মানিক ছিলেন ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের জেলা শাখার সভাপতি। এরা সবাই প্রগতিশীল আন্দোলনের রূপকার ছিলেন। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির (এমএল) সঙ্গে এদের নিবিড় সম্পর্ক ছিল। এদিকে পাঁচ শহীদের মৃত্যুবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় সমাধিস্থল মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক নীরবতা পালন ও শপথ পাঠ করা হবে। এরপর বেলা ১১টায় কৃষক সংগ্রাম সমিতি মনিরামপুর থানা কমিটির উদ্যোগে চিনাটোলা বাজারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় ছাত্রদল জেলা কমিটির উদ্যোগে যশোর দড়াটানা শহীদ চত্বরে অপর একটি স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
×