ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে লিপু হত্যা

রুমমেটের দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে

প্রকাশিত: ০৬:০০, ২৩ অক্টোবর ২০১৬

রুমমেটের দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকা-ের ঘটনায় তার রুমমেট উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতেই হত্যা মামলার তদন্ত কার্যক্রম এগোচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে এই হত্যাকা-ের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও শোকর‌্যালি করেছে সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। লিপু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং মতিহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অশোক চৌহান বলেন, রাবির আব্দুল লতিফ হলের নর্দমা থেকে শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধারের পরপরই তার রুমমেট মনিরুলকে থানায় নিয়ে আসা হয়। এদিকে লিপু হত্যাকা-ের বিচারের দাবিতে শনিবার বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় একই দাবিতে মানববন্ধন করে ঝিনাইদহ জেলা সমিতি। পরে তারাও এসে বিভাগের এই কর্মসূচীতে যোগ দেয়। মানববন্ধনে বিভাগের শিক্ষক আব্দুল্লাহীল বাকী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাশের লাইন দীর্ঘ হচ্ছে। সংঘাতের ও ভয়ের সংস্কৃতি গড়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ে যতগুলো হত্যাকা- হয়েছে তার কোনটার বিচার হয়েছে আমি শুনিনি। বিশ্ববিদ্যালয় যেন খুন করার নিরাপদ জায়গা। মানববন্ধনে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, লিপুর লাশ যেখানে পাওয়া গেছে সেটা সংরক্ষিত জায়গা। সেখানে ডাইনিং কিংবা হল কর্তৃপক্ষ ছাড়া কেউ সাধারণত যেতে পারে না। সেখানে লাশ গেল কীভাবে? আর লিপু যদি বাইরে থাকত তাহলে খালি গায়ে থাকত না। হল কর্তৃপক্ষের দায়িত্ব এটা নিয়ে তদন্ত করা। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, লিপুর সহপাঠী রাইসা জান্নাত প্রমুখ। ঝিনাইদহে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শনিবার সকালে সদর উপজেলার আমতলা বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীতে অংশ নেয় কয়েক শ’ শিক্ষার্থী, শিক্ষক ও তার স্বজনরা।
×