ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেডিক্যাল টিম গঠন

রাজশাহী সেফহোমে ডায়রিয়ার প্রকোপ ॥ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ২৩ অক্টোবর ২০১৬

রাজশাহী সেফহোমে ডায়রিয়ার প্রকোপ ॥ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বায়ার সরকারী সেফহোমে খাদ্যে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২০ জন। গত বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ শনিবার আরও ৬ নারী-শিশুকে অসুস্থ অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলোÑ রাশিদা (৩০), আম্বিয়া (৪০), অজিফা (১৮), পারভিন (৩০), কুলসুম (৮) ও তানিয়া (৬)। রামেক হাসপাতালের জরুরী বিভাগে কতর্ব্যরত চিকিৎসক মাহবুব আলম জানান, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তাদের হাসপাতালে আনা হয়। এর আগে শুক্রবার রাতে ওই সেফহোমের ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আর বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনতি রানী (২৫) নামে এক নারীর মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে শনিবার সকালে সমাজসেবা অধিদফতরের পরিচালক জুলফিকার হায়দার সেফহোমটি পরিদর্শন করেছেন। একের পর এক হেফাজতী অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন। বিষয়টির কারণ উদ্ঘাটনে রাজশাহীর জেলা প্রশাসক তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করেছেন। শনিবার সকালেই মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সেফহোমের পরিচালক আবু তাহের। আবু তাহের দাবি করেছেন, সেফহোমে যারা আছেন তাদের প্রায় সবাই মানসিক প্রতিবন্ধী। এ কারণে নোংরা পানি পান করায় এদের মধ্য থেকে কেউ একজন প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হন। এখন সেটি ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝেও।
×