ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত ॥ নিহত ১৯

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ অক্টোবর ২০১৬

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত ॥ নিহত ১৯

রাশিয়ায় সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। দেশটির তদন্ত কর্মকর্তারা শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছেন, আমাদের কাছে প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ২২ জন আরোহী নিয়ে একটি এমআই-৮ হেলিকপ্টার নোভি উরেঙ্গোয় নগরীর বাইরে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ১৯ জন ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর এএফপি’র। তদন্ত কর্মকর্তারা বলেন, হেলিকপ্টারটি সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চল থেকে ইয়ামালো নেনেৎস্কাই অঞ্চলের উরেনগোই যাওয়ার পথে শুক্রবার গ্রিনিচ মান সময় দুইটা থেকে তিনটার মধ্যে এটি বিধ্বস্ত হয়। জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা জানিয়েছে, তারা শুক্রবার নোভি উরেঙ্গোয় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটি হেলিকপ্টার আছড়ে পড়ার খবর পেয়েছে। খবর পেয়ে জরুরী বিভাগের লোকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত বিমান থেকে তিনজনকে উদ্ধার করে। আহতদের নোবি উরেঙ্গোয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত কমিটি জানিয়েছে, নিরাপত্তা বিধি লংঘন করায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া কারিগরি ত্রুটি বা বৈরী আবহাওয়ার কারণেও এটা হতে পারে। গত বছর সাইবেরিয়ার ইগারকা টাউনের কাছে একই ধরনের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল। জনগণের জন্য পোপের কক্ষ! ইতালির ক্যাসেল গান্দোলফোতে পোপের গ্রীষ্মকালীন বাসভবনের ব্যক্তিগত কক্ষগুলো জনগণের জন্য খুলে দেয়া হচ্ছে। ঐতিহ্যবাহী এই বাসভবনে শত বছরের বেশি সময়ের মধ্যে ১৫ জনেরও বেশি পোপ রাত যাপন করেছেন। সুসজ্জিত এই কক্ষে সোনালী রংয়ের একটি বিছানা, দুই পাশে কাঠের ও মার্বেলের দুটি টেবিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৩৫ একরের এই বাসভবন শরণার্থীদের ব্যবহার করতে দেয়া হয়েছিল। যুদ্ধকালে সেখানে প্রায় ৪০টি শিশু জন্মগ্রহণ করে। - এএফপি হ্যালোইনে মুখ ঢাকা নিষিদ্ধ! যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে হ্যালোইন উৎসবে এবার জননিরাপত্তার কথা বিবেচনা করে সব জোকার মুখোশের ওপর নিষেধাজ্ঞা জারি হলো। জোকারের পোশাক, মুখোশ বা মেকআপের জন্য ১৫০ ডলার জরিমানা দিতে হবে। ১ নবেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকার পাশাপাশি কঠোর নজরদারিও চলবে। মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়নের এ্যাটর্নি লি রোল্যান্ডের মতে, পোশাকের ওপর নিয়ন্ত্রণ আরোপ হাস্যকর। - সিবিএস নিউজ
×