ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ অক্টোবর ২০১৬

ক্যামেরুনে ট্রেন  লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত

ক্যামেরুনে শুক্রবার যাত্রী বোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত ও প্রায় ৬শ’ লোক আহত হয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী এগার এ্যালাইন মেবে এনগো বলেন, ট্রেনটি মধ্যাঞ্চলীয় এসেকা নগরীতে পৌঁছার কিছু আগেই লাইনচ্যুত হয়। এটি রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক নগরী দোউয়ালায় যাচ্ছিল। দুটি নগরীতে পরিবহন সঙ্কটের কারণে মানুষ গাদাগাদি করে ট্রেনটিতে ওঠে। খবর এএফপি’র। রাষ্ট্রীয় টিভি সিআরটিভিকে মন্ত্রী বলেন, এই ঘটনায় ৫৫ জন নিশ্চিতভাবে মারা গেছে এবং ৫৭৫ জন আহত হয়েছে। এই ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাণিজ্যিক রাজধানী থেকে জরুরী বিভাগের লোকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিরকুকে আইএসের হামলায় নিহত ৪৬ ইরাকের কিরকুক নগরীতে ইসলামিক স্টেটের (আইএস) চলমান হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা ও হাসপাতাল সূত্র শনিবার একথা জানিয়েছে। খবর এএফপির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিগেডিয়ার জেনারেল বার্তা সংস্থা বলেন, আইএস জিহাদীদের সঙ্গে সংঘর্ষে আমাদের ৪৮ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। কিরকুকের স্বাস্থ্য অধিদফতর নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
×