ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারির প্রচার দফতরে সন্দেহজনক খাম

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ অক্টোবর ২০১৬

হিলারির প্রচার  দফতরে সন্দেহজনক  খাম

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের নিউইয়র্কের একটি প্রচার দফতরে সাদা রংয়ের পাউডার জাতীয় দ্রব্য পুরে একটি খাম পাঠানো হয়েছে। তবে পুলিশ এতে ঝুঁকিপূর্ণ কোন জিনিস থাকার কথা প্রাথমিকভাবে উড়িয়ে দিয়েছে। খবর এএফপি’র। নিউইয়র্ক পুলিশ বিভাগের লে. থমাস এ্যান্টোনেটি বলেন, খামটি প্রথমে ম্যানহাটনে হিলারি ক্লিনটনের দফতরে পাঠানো হয়। পরে নির্বাচনী প্রচারণা কর্মীরা খামটি সেখান থেকে তার ব্রুকলিন সদর দফতরে পাঠিয়ে দেয়। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত থেকে এটা জানা গেছে এতে ঝুঁকিপূর্ণ কিছু নেই। তবে খামের ভিতরে আসলে কি জাতীয় জিনিস রয়েছে তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এ্যান্টোনেটি জানান, ওই খামে লেখা রয়েছে। তবে এতে হত্যার কোন হুমকি দেয়া হয়নি। আমরা এটির ধরন জানার চেষ্টা করছি। তবে এতে ঝুঁকিপূর্ণ বিষাক্ত কিছু থাকার কথা উড়িয়ে দেন তিনি।
×