ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমরানকে ১৭ নবেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ আদালতের

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ অক্টোবর ২০১৬

ইমরানকে ১৭ নবেম্বরের  মধ্যে গ্রেফতারের  নির্দেশ আদালতের

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। টেলিভিশন চ্যানেল ‘পিটিভির অফিসে হামলা’ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারক পুলিশকে এই নির্দেশ দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ইমরান ছাড়াও ধর্মীয় নেতা তাহিরুল কাদরিকেও গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। দুজনকে গ্রেফতারের জন্য ১৭ নবেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে পুলিশকে। আদালত সূত্রে খবর, সরকারবিরোধী প্রতিবাদের নামে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় টিভি পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) সদর দফতরে হামলা চালিয়েছিলেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা।বিক্ষোভকারীদের দাবি ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগ করতে হবে। এই প্রতিবাদ আন্দোলনে জড়িত থাকার অভিযোগ রয়েছে ধর্মীয় নেতা কাদরিরও। ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে শুক্রবার এই মামলার শুনানির সময় বিচারক কাউসার আব্বাস জাইদি দুজনকে দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন। আদালতের নির্দেশমতো ইমরানকে এখনও গ্রেফতার করতে না পারায় এদিন বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। তারপরই বিচারক জাইদি কড়া নির্দেশ দেন, আগামী ১৭ নবেম্বরের মধ্যে ইমরান ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) প্রধান কাদরিকে অবশ্যই গ্রেফতার করতে হবে।
×