ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্য রাশিয়ার ওপর নজরদারি

জার্মান কূটনীতিককে ন্যাটোর প্রথম গোয়েন্দা প্রধান নিয়োগ

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ অক্টোবর ২০১৬

জার্মান কূটনীতিককে ন্যাটোর প্রথম গোয়েন্দা প্রধান  নিয়োগ

পশ্চিমা সামরিক জোট ন্যাটো তার প্রথম গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে। গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সন্ত্রাস দমনে সমন্বয় বাড়াতে জোটকে সহায়তা করতে গোয়েন্দা প্রধানের এই পদ সৃষ্টি করা হলো। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ডয়চে ভেলের। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাস দমনে খুব সামান্য দৃষ্টি দেয়ার জন্য বার বার ন্যাটোর সমালোচনা করেছেন। তিনি বলেন, নতুন এই পদ সৃষ্টি থেকে বোঝা যাচ্ছে, তার সমালোচনার প্রতি সাড়া দিতেই জোট পদক্ষেপ নিচ্ছে। কর্মকর্তারা শুক্রবার জানান, জোটের মহাসচিব জেনস স্টোলেনবার্গ জার্মানির গোয়েন্দা সংস্থা বুন্ডেস নাচরিখটেন ডিয়েনস্টের (বিএনডি) সাবেক ডেপুটি আরনড ফ্রেইট্যাগ ফন লরিংহোফেনকে গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক সহকারী মহাসচিব হিসেবে নিয়োগ দিচ্ছেন। ন্যাটোর গোয়েন্দা তথ্য মূল্যায়ন ও সংগ্রহে ঘাটতি পূরণ করতে নতুন এই পদ সৃষ্টি করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের এই কাজ আগে থেকেই ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। কর্মকর্তারা জানান, নয়া সহকারী মহাসচিবের প্রাথমিক কাজের বেশিরভাগ ক্ষেত্রেই রাশিয়ার সমরসজ্জা বিষয়ক গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং বেসামরিক-বেসামরিক গোয়েন্দা তৎপরতায় দ্বৈততা এড়াতে নজর দেয়া হবে। তবে কর্মকর্তারা জানান, নতুন এই পদ সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধিতেও সহায়ক হবে। ট্রাম্পের সমালোচনার প্রতি সাড়া দিতে গোয়েন্দা পদ সৃষ্টি করার কথা নাকচ করে দিয়েছেন ন্যাটো কর্মকর্তারা। ৫৯ বছর বয়সী জার্মান কূটনীতিক ভন লরিংহোফেন বর্তমানে চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। এ বছরের শেষ দিকে তিনি এই পদ ছাড়তে যাচ্ছেন। তিনি মস্কোতে জার্মান দূতাবাসে রাজনৈতিক বিভাগে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বিএনডির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নতুন এই পদে অধিষ্ঠিত ব্যক্তি মহাসচিব ও ন্যাটো রাষ্ট্রদূতদের তথ্য সরবরাহকারী বেসামরিক গোয়েন্দা বিশ্লেষক ও ন্যাটোর সামরিক কমিটিতে কর্মরত বিশ্লেষকদের তদারক করবেন। কর্মকর্তারা জানান, জোটে রুশ অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে ন্যাটোর কাউন্টার ইউলিজেন্স কার্যক্রম বিষয়েও নতুন সহকারী মহাসচিবকে তথ্য দেয়া হবে।
×