ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি উস্কানিমূলক ॥ বেজিং

বিতর্কিত চীনা জলসীমার কাছে মার্কিন ডেস্ট্রয়ার

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ অক্টোবর ২০১৬

বিতর্কিত চীনা জলসীমার  কাছে মার্কিন ডেস্ট্রয়ার

একটি মার্কিন ডেস্ট্রয়ার শুক্রবার দক্ষিণ চীন সাগরে বেজিং দাবিকৃত একটি দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকা দিয়ে অগ্রসর হয়েছে। এ বিতর্কিত জলপথে অব্যাহত উত্তেজনার মধ্যে পেন্টাগন এ কথা বলেছে। এ বিরোধপূর্ণ অঞ্চলের কাছে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতির তীব্র সমালোচনা করে চীন বলেছে, এটা এক মারাত্মক অবৈধ তৎপরতা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো এক উস্কানিমূলক কর্মকা-। খবর এএফপির। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার গ্যারি রস বলেছেন, ইউএসএস ডেকাটুর পার্শেল আইল্যান্ডসের কাছাকাছি এলাকা দিয়ে অগ্রসর হয়েছে এবং কোন জাহাজ-প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে রুটিন মাফিক ও আইন সম্মতভাবে পথ অতিক্রম করেছে। তিনি বলেন, এ জলপথ অতিক্রমে এটা প্রতীয়মাণ হচ্ছে যে, উপকূলীয় রাষ্ট্রগুলো নৌচলাচলের অধিকার, স্বাধীনতা ও বৈধভাবে সমুদ্র ব্যবহারের ওপর অবৈধভাবে কোন কড়াকড়ি আরোপ করবে না এবং আন্তর্জাতিক আইন অনুসারে যুক্তরাষ্ট্র ও সকল রাষ্ট্র সমুদ্র পথ ব্যবহারের অধিকার রাখে। দক্ষিণ চীন সাগরে নৌ-চলাচলের অধিকার প্রতিষ্ঠার জন্য এ বছর যুক্তরাষ্ট্রের এটা তৃতীয় মহড়া। রস বলেন, ডেকাটুর দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেন। কিন্তু চীনের দাবিকৃত মহাসাগর সীমারেখা দিয়ে অতিক্রম করেছে। হেগে জুলাইয়ে পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশনে এক আদালতের রুলিংয়ের পর শুক্রবার মার্কিন পদক্ষেপ প্রথম। ঐ রুলিংয়ে বলা হয়েছিল, প্রায় পুরো সাগরে চীনের যে দাবি তাতে কোন বৈধ ভিত্তি নেই। বেজিং সে রায় কড়া ভাষায় নাকচ করে দেয়। চীন যে মাসে দক্ষিণ চীন সাগরের উত্তরাঞ্চলে পার্শেল দ্বীপপুঞ্জের চারদিকে সপ্তাহব্যাপী এক সামরিক মহড়া প্রদর্শন করে। এ সাগরের বিভিন্ন অংশে দাবি রয়েছে ফিলিপিন্স ও ভিয়েতনামসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের। চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সাগরের ব্যাপক পরিবেশগত ক্ষতি সাধন করছে বলে অভিযোগ রয়েছে। কৃত্রিম দ্বীপে নির্মাণ করা হয়েছে সামরিক স্থাপনাসহ বিমানঘাঁটি। এটাই এ অঞ্চলে বর্তমান উত্তেজনা ও ক্ষোভের উৎস এবং শুক্রবারের মার্কিন উদ্যোগ বেজিংয়ের ক্ষোভ আরও উসকে দেবে বলে সম্ভাবনা রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়, একটি মার্কিন জাহাজ পার্শেল দ্বীপপুঞ্জের কাছে চীনের জলসীমায় প্রবেশ করার পর দুটি চীনা জাহাজ মার্কিন তৎপরতার বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে। পার্শেল দ্বীপপুঞ্জে চীনাদের কাছে জিশা বলে পরিচিত। চীন সমগ্র দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করছে। অথচ পার্শেলের ওপর দাবি রয়েছে ভিয়েতনাম ও তাইওয়ানেরও। বিবৃতিতে বলা হয়েছে, চীনের জলসীমায় জাহাজটির প্রবেশ এক মারাত্মক অবৈধ কর্মকা- এবং পরিকল্পিত উস্কানিমূলক তৎপরতা। মন্ত্রণালয় এ ব্যাপারে ওয়াশিংটনের উদ্দেশে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পৃথক অনলাইন বিবৃতিতে বলা হয়েছে, এ কর্মকা- চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থ চরম মাত্রায় লঙ্ঘন এবং সংশ্লিষ্ট চীনা আইন ও আন্তর্জাতিক আইন মারাত্মকভাবে ভঙ্গ করেছে।
×