ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিশেলের সমালোচনায়ও রিপাবলিকান প্রার্থী

বিশ্ব ওবামাকে ঘৃণার চোখে দেখে ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ অক্টোবর ২০১৬

বিশ্ব ওবামাকে ঘৃণার চোখে দেখে ॥ ট্রাম্প

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বারাক ওবামা ও যুক্তরাষ্ট সারা বিশ্বে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে এবং ফিলিপিন্সের মতো মিত্র দেশগুলো তাদের প্রতিপক্ষদের হাতে চলে যাচ্ছে। ট্রাম্প শুক্রবার পেনসিলভোনিয়ার জনস টাউনে এক সমাবেশে বলেন, ‘বিশ্ব আমাদের প্রেসিডেন্টকে ঘৃণা করে।’ তিনি আরও বলেন, বিশ্ব আমাদের ঘৃণা করে। আপনারা ভেবে দেখুন, অনেক বছর পর ফিলিপিন্সের ক্ষেত্রে কী ঘটল। তারা এখন রাশিয়া ও চীনের দিকে এগোচ্ছে। কারণ তারা দুর্বল আমেরিকাকে নিয়ে স্বস্তি বোধ করে না। ফিলিপিন্সের নয়া প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে ‘বেশ্যার সন্তান’ অভিহিত করায় গত মাসে ওবামা রডরিগো দুতের্তের সঙ্গে বৈঠক বাতিল করেন। বৃহস্পতিবার দুতের্তে ঘোষণা দেন, ‘আমেরিকা পরাজিত হয়েছে।’ কিন্তু দুতের্তে শুক্রবার ম্যানিলায় বলেন, তিনি সম্পর্ক ছিন্ন করবেন না এবং তার দেশের স্বার্থেই যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবেন। রিপাবলিকান পার্টির প্রার্থী এসব কথা তুলে ধরার আগে একই দিনে নর্থ ক্যারোলিনায় হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারে নামায় ফার্স্ট লেডি মিশেল ওবামার সমালোচনা করেন। ট্রাম্প বলেন, আমি দেখতে পাচ্ছি, হিলারির প্রতি মিশেলের দরদ কতটুকু। তিনি বলেন, মিশেল কি সেই ব্যক্তি নন যিনি বলেছিলেন, ‘যদি আপনি (হিলারি) ঘর সামলাতে না-ই পারেন তাহলে হোয়াইট হাউস ও দেশকে সামলাতে পারবেন না।’ আজ কোথায় সেই কথা? আমি আজ সেই কথা শুনি না। আমি আজ তা শুনি না। মিশেল ওবামার ২০০৭ সালে হিলারির বিপক্ষে তার স্বামীর জন্য প্রচারে নেমে করা ওই মন্তব্য তুলে ধরেন ট্রাম্প। ফার্স্ট লেডি বলেছিলেন, যদি আপনি আপনার নিজের ঘর সামলাতে না পারেন তাহলে নিশ্চিত, আপনি হোয়াইট হাউস চালাতে পারবেন না। কিছু সমালোচক প্রশ্ন করেন, হিলারির সঙ্গে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সম্পর্ক অবমূল্যায়ন করার লক্ষ্যেই কি মিশেলের ওই মন্তব্য? তবে ওবামার প্রচার শিবিরের জবাব ছিল, ওই মন্তব্য ক্লিনটন দম্পতিকে লক্ষ্য করে নয় বরং নির্বাচনী প্রচারের সময় বাবা-মা হিসেবে তাদের (ওবামা-মিশেল) নিজ দায়িত্ব সামলানো প্রসঙ্গে। মিশেল ২০০৭ সালে তার বক্তৃতায় বলেন, কাজেই আমরা আমাদের মেয়েদের বিষয়টি প্রথম নিশ্চিত করতে প্রচারের সিডিউল সমন্বয় করেছি। -গার্ডিয়ান ও বিবিসি
×