ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউটিউব থেকে সরানো হলো স্যামসাংয়ের ভিডিও

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ অক্টোবর ২০১৬

ইউটিউব থেকে সরানো হলো স্যামসাংয়ের ভিডিও

অর্থনৈতিক রিপোর্টার ॥ টেক জায়ান্ট স্যামসাং প্রতিষ্ঠানের নতুন মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি ৭ এর বিস্ফোরণ নতুন ঘটনা নয়। এ নিয়ে প্রযুক্তি জগতে এখনও আলোড়ন চলছে। সম্প্রতি ইউটিউবে আপলোড করা স্যামসাং ৭ সংক্রান্ত একটি ভিডিও স্যামসাংয়ের কর্তৃপক্ষের স্বত্বজনিত অভিযোগে ইউটিউব কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে। গ্র্যান্ড থেফট অটো গেমটির ৫ম সংস্করণের একটি ভিডিওতে দেখা যায়, গেমের একজন চরিত্র স্যামসাং গ্যালাক্সি৭ কে আগ্নেয়াস্ত্র হিসেবে ব্যবহার করছে। মোবাইলটিকে ছুঁড়ে মারলেই বোমার মতো বিস্ফোরণ ঘটছে। আবার মোবাইলটিকে সুইচবোমা হিসেবেও ব্যবহার করছে। হিটম্যান নিকো নামের একজন খেলোয়াড় কর্তৃক আপলোড করা এই ভিডিওটি প্রকাশের পরপরই হিট পড়তে থাকে। সম্ভবত এতেই আতঙ্কিত হয়ে পড়ে স্যামসাং কর্তৃপক্ষ।
×