ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যে দিয়েই লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৮৮ পয়েন্ট। আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৮১.৭৪ শতাংশ।। সূচকের কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও তালিকাভুক্ত ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক খাত এবং বীমা খাতের কোম্পানিগুলোর প্রতি দর বেড়েছে। জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৫ কার্যদিবসে ২ হাজার ৫৭৩ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩ কার্যদিবসে ১ হাজার ৪১৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়। এই হিসেবে ডিএসইতে ১ হাজার ১৫৭ কোটি ৩৪ লাখ টাকার বা ৮১ দশমিক ৭৪ শতাংশ লেনদেন বেড়েছে। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৯৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৮২ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৪ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ১৯ শতাংশ বা ৮ দশমিক ৮৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৯ শতাংশ বা ১৯ দশমিক ৩৩ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৫ শতাংশ বা ১১ দশমিক ৮৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির। আর দর কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, ডরিন পাওয়ার, তিতাস গ্যাস, বিএসআরএম লিমিটেড, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, সামিট পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও মবিল যমুনা বাংলাদেশ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পারামাউন্ট টেক্সটাইল, সোনালি আঁশ, ডরিন পাওয়ার, রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, হামিদ ফ্রেবিক্স, আরামিট সিমেন্ট, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ন্যাশনাল টিউবস, সিভিও পেট্রো কেমিক্যাল, মুন্নু সিরামিক, ঝিল বাংলা সুগার, এএফসি এ্যাগ্রো, শমরিতা হসপিটাল ও জেমিনি সী ফুড।
×