ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ অক্টোবর ২০১৬

নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে

কূটনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম মৃত্যুদ-প্রাপ্ত খুনী নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ রবিবার কানাডা সফরে যাচ্ছেন। সেখানে তিনি আগামী ২৫ অক্টোবর কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করবেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও আলোচনায় বসতে পারেন মাহমুদ আলী। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানো যায় কিভাবে সে বিষয়েও তিনি আলোচনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে কানাডা সফর করেন। সে সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফেরত দেয়ার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী খুনী নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে একটি পথ খুঁজতে একমত হন। সূত্র জানায়, বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীর কানাডায় অবস্থান সম্পর্কে তিনি ভালভাবে অবহিত ছিলেন না। তবে কানাডা সফরের সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকা-ে নূর চৌধুরীর সরাসরি সম্পৃক্ততার বিষয়টি তাকে জানান শেখ হাসিনা। উত্তরে জাস্টিন ট্রুডো বলেছিলেন, কানাডার সংবিধান অনুযায়ী মৃত্যুদ-প্রাপ্ত কাউকে কোন দেশে কানাডা ফেরত পাঠাতে পারে না। তারপরও বাংলাদেশ যেহেতু নূর চৌধুরীকে বহিঃসমর্পণের বিষয়ে অনুরোধ করেছে, এ নিয়ে একটা উপায় বের করতে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরের সময় বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনা, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ইস্যু, বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছিলেন।
×