ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডা. এম আর খানের অবস্থা শঙ্কামুক্ত নয়

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ অক্টোবর ২০১৬

ডা. এম আর খানের অবস্থা  শঙ্কামুক্ত নয়

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খানের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই তিনি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু ওই দিনগুলোতেও তাঁর মধ্যে বেশি সময়ের জন্য উন্নতির লক্ষণ দেখা যায়নি। তাঁর অবস্থার অবনতি ঘটলে গত ২৯ সেপ্টেম্বর তাঁকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক ডাঃ এম আর খানের অন্যতম চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ জনকণ্ঠকে বলেন, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি মূলত উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, পেটের গ্যাস্ট্রিকজনিত সমস্যা, ব্রেন স্ট্রোক, হাড্ডিক্ষয়সহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাছাড়া গত কয়েক মাসে তার একাধিক অপারেশন হয়েছে। এসব কিছুর প্রভাব তো রয়েছেই, সেই সঙ্গে যোগ হয়েছে ডায়রিয়া, আর তাতেই সেদিন (২৯ সেপ্টেম্বর) তাঁর প্রেসার নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তখনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নানারকম অসুস্থতায় তিনি দুর্বল। সার্বিক বিবেচনায় তাঁর অবস্থাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানান অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ। এক নামেই তিনি পরিচিত। ডাক্তার এম আর খান। তিনি দেশের জাতীয় অধ্যাপক, বাংলাদেশের শিশু চিকিৎসার জনক হিসেবে সর্বজনস্বীকৃত। তিনি নিজেই এক ইতিহাস, একটি প্রতিষ্ঠান। তিনি এ দেশের শিশুস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের পথিকৃৎ। তিনি গড়ে তুলেছেন একের পর এক চিকিৎসা ও সেবামূলক প্রতিষ্ঠান। পেনশনের টাকা দিয়ে গড়েন ডাঃ এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। দুস্থ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, তাদের আর্থিক-সামাজিক অবস্থার উন্নয়নে এ ট্রাস্টের মাধ্যমে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। তাঁর উদ্যোগে গড়ে উঠেছে জাতীয় পর্যায়ের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠা করেছেন শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, সাতক্ষীরা শিশু হাসপাতাল, যশোর শিশু হাসপাতাল, সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রসুলপুর উচ্চবিদ্যালয়, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা নার্সিং হোমসহ আরও বহু প্রতিষ্ঠান। এ ছাড়া তিনি দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখেছেন, কাজ করেছেন ধূমপানবিরোধী আন্দোলনের প্রতিষ্ঠান ‘আধূনিক’-এর প্রতিষ্ঠালগ্ন থেকে। পেয়েছেন আন্তর্জাতিক ম্যানিলা এ্যাওয়ার্ড, একুশে পদক। এ বছর ডাঃ এমআর খান স্বাধীনতা পদকে ভূষিত হন। অধ্যাপক ডাঃ এম আর খান ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন।
×