ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চবিতে ভর্তি পরীক্ষা আজ শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ অক্টোবর ২০১৬

চবিতে ভর্তি  পরীক্ষা আজ  শুরু

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। আজ চবির এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। সকাল সাড়ে ১০ টায় চবিসহ এর বাইরে আরও ছয়টি কেন্দ্রে একযোগে শুরু হবে এ পরীক্ষা। বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে জে ইউনিট (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) এর পরীক্ষা। এ দুটি পরীক্ষায় প্রায় ৪২ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিতব্য এ ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩২ হাজার ৭৭৩ পরীক্ষার্থী। এই অনুষদে মোট আসন রয়েছে ৪৭০টি। ফলে এখানে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭০ পরীক্ষার্থী। চবির বাইরে অন্যান্য কেন্দ্রগুলো হলো হাটহাজারী কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (ওয়াসা ক্যাম্পাস) এনায়েত বাজার মহিলা কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। অন্যদিকে জে ইউনিটে ৭০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯ হাজার ১৯ জন ভর্তিচ্ছু। ফলে এখানে প্রতি আসনে প্রতিদ্বন্দিতা হবে ১২৯ জনের মধ্যে।
×