ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ অক্টোবর ২০১৬

চীনা কমিউনিস্ট  পার্টির ভাইস  মিনিস্টারের  সঙ্গে খালেদার  বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার জিং জেয়াওচংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৈঠক করেছেন । শনিবার বিকেলে খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর. দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ প্রমুখ। চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে সে দেশের কমিউনিস্ট পার্টির ক’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
×