ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত

প্রকাশিত: ২৩:৫৪, ২২ অক্টোবর ২০১৬

বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত

নাটোর : নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ “দোষারপ নয় দূর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে” প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা সহঅন্যান্যরা। সন্ধ্যায় স্থানীয় সাকাম মিলনায়নে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও : নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “দোষারোপ নয়-দুর্ঘটনার কারণ জানতে হবে- সবাইকে নিয়ম মানতে হবে” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র্যা লি ও সমাবেশ করেছে “নিরাপদ সড়ক চাই”- জেলা কমিটি। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যা লীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
×