ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরখানে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ নিহতের স্বামী রুবেল পলাতক

প্রকাশিত: ২৩:৩১, ২২ অক্টোবর ২০১৬

উত্তরখানে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ নিহতের স্বামী রুবেল পলাতক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে মুন্নি আক্তার নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের স্বামী রুবেল মিয়া গা ঢাকা দিয়েছে। শনিবার দুপুরে পুলিশ উত্তরখান থানা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। উত্তরখান থানার এসআই পরিমল চন্দ্র সরকার জানান, নিহতের গলায় কাল দাগ রয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের চিহ্ন ছিল। ঘটনার পর থেকে স্বামী রুবেল পালিয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। নিহতের নানা আবদুল কাদের জানান, প্রায় দুই বছর আগে রুবেলের সঙ্গে মুন্নির বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। তিনি জানান, বিয়ের পর থেকেই রুবেল যৌতুকের জন্য মুন্নির ওপর নির্যাতন করতো। সর্বশেষ গত ১৭ অক্টোবর রুবেল তাকে মারধর করলে শিশু কন্যা নিয়ে মুন্নি বাপের বাড়ি গাজীপুরের বীরতৈল গ্রামের বাড়িতে চলে যায়। পরে ২১ তারিখ রুবেল গিয়ে তার শ্বশুড় আবদুল মোতালেব ক্ষমা চেয়ে মুন্নিকে আবার নিয়ে আসে। এরপর উত্তরখানের বাসায় এনেই তাকে আবারও নির্যাতন শুরু করেন। শনিবার খবর পেয়ে পুলিশ বাসা থেকে মুন্নির লাশ উদ্ধার করে। আব্দুল কাদের জানান, বিয়ের আগে শুনেছি রুবেল এয়ারপোর্টে চাকরি করতো। কিন্তু বিয়ের কয়েক মাস পর জানি সে বেকার ও নেশাগ্রস্ত। নিহত মুন্নির বাবা আবদুল মোতালেব অভিযোগ করেন, তার মেয়ে মুন্নিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।
×