ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি বিএনপি

প্রকাশিত: ২৩:২৩, ২২ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে যাওয়ার আগাম ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত যায়নি বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেলেও কি কারণে বিএনপির কোন নেতা আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি তা এ রিপোর্ট লেখা পর্যন্ত দলের পক্ষ থেকে জানানো হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাউন্সিলে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে আমন্ত্রণপত্র ২টি গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করে এবং বিশ্বাস করে। আওয়ামী লীগের কাউন্সিলের আমন্ত্রণ পেয়েছি। কীভাবে অংশগ্রহণ করা যায় সে ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের ধন্যবাদ জানাই। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি অংশ নেবে। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা খুশি হয়েছি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেননি। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করেননি। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বিএনপিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের কাউন্সিলের দিন পাবেন ইনশাল্লাহ। আমরা যাব।
×