ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃমি নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জে নানা কর্মসূচী

প্রকাশিত: ২২:৩৩, ২২ অক্টোবর ২০১৬

কৃমি নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জে  নানা কর্মসূচী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জে কৃমি নিয়ন্ত্রণে নানা কর্মসূচী পালিত হচ্ছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধনের মধ্য দিয়ে এসব কর্মসূচী শুরু হয়েছে। আজ শনিবার গজারিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে কৃমি নাশক ট্যাবলেট সেবন করিয়ে এর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার আসিফ মাহমুদ। গজারিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৭নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১২ বৎসর পর্যন্ত দেড় শতাধিক শিক্ষাথীকে কৃমি নাশক ট্যাবলেট সেবন করিয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোছাদ্দেক হোসেন, উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. সারোয়ার পলাশ, জেলা পাবলিক স্বাস্থ্য নার্স মোকারিমা খাতুন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সৈয়দা শাহীনূর আকতার প্রমুখ। ২২ অক্টোবর হইতে ২৭শে অক্টোবরের এই কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন স্কুল গামী সকল শিক্ষাথীদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
×