ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ওডিশার হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ১৯:৪৬, ২২ অক্টোবর ২০১৬

ওডিশার হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক॥ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধীদের চাপের মুখে পড়ে শুক্রবার পদত্যাগ করলেন ওডিশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী অতনু সব্যসাচী নায়েক। গত সোমবার ওডিশার SUM হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে ২৫ জনের মৃত্যু হয়। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, নৈতিক কারণেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন অতনু সব্যসাচী নায়েক। তাঁর পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। বিজেডি-র'ই অতনু বিরোধী লবির বক্তব্য, স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ায় নবীন পটনায়েক সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। অতনু বিরোধীদের আরও অভিযোগ, স্বাস্থ্য দফতর নিয়ে লোকজনের গুচ্ছের অভিযোগ রয়েছে। হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে স্বাস্থ্যমন্ত্রীর জন্য জটিলতা আরও বেড়েছে। গত বছর নভেম্বরে কটকের সরকারি শিশু হাসপাতাল 'শিশুভবন'-এ অনেক শিশুর মৃত্যুর ঘটনার পরপরই সব্যসাচী বিরোধী হওয়া বইতে থাকে। স্বাস্থ্য দফতর থেকে তাঁকে সরানোর জন্য তখন থেকেই দাবি উঠতে শুরু করে। গত সোমবার হাসপাতালে অগ্নিকাণ্ড সেই দাবিকে আরও জোরালো করে। যার জেরে নৈতিকতার দোহাই দিয়ে সরতে বাধ্য হন সব্যসাচী। সূত্র: এই সময়
×