ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পোস্তাগোলায় গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশিত: ১৮:৩১, ২২ অক্টোবর ২০১৬

পোস্তাগোলায় গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার পোস্তাগোলার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন, আজাদ, তার স্ত্রী ইয়াসমিন, ছেলে রনি ও রনির ভাতিজি শারমিন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আজাদের শরীরের ৬০ শতাংশ, ইয়াসমিনের ৩৮ শতাংশ, রনির ৪০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আজাদ জানান, পোস্তাগালার মুজাফফরের বাড়িতে ভাড়া থাকেন তারা। তিনি জানান, বেশ কিছুদিন ধরে গ্যাসের লাইনে লিকেজ ছিল। শনিবার সকাল ৮টার দিকে গ্যাস লাইনে আগুন লেগে ঘরে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি। এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল ৮টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এসআই ব্াচ্চু মিয়া জানান, ওই বাড়ির ভাড়াটিয়া অগ্নিদগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।
×