ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিদেশী মুদ্রাসহ যাত্রী আটক

প্রকাশিত: ১৮:২৭, ২২ অক্টোবর ২০১৬

শাহজালালে বিদেশী মুদ্রাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রাসহ মো. শহিদুল আলম (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। শুল্ক গোয়েন্দার যুগ্ম-কমিশনার সাইফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার রাতে শাহজালাল থেকে যাত্রী শহিদুল দুবাই যাবার সময় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ হ্যান্ড ট্রলিব্যাগ ভর্তি বিদেশি মুদ্রাসহ তাকে আটক করেছে। তিনি ইকে-৫৮৫ যোগে দুবাই যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে অনুসরণ করে বোর্ডিং ব্রিজে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানের জানান, গত ১০ মাসে শহিদুল ৪০ বার দুবাই যাওয়া-আসা করেছেন। চোরাচালানের স্বর্ণ কিনতেই এই মুদ্রা পাচারের চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন ড. মঈনুল খান। তিনি জানান, উদ্ধারকৃত মুদ্রাগুলোর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ২০৫ সৌদি রিয়াল এবং ৩১ হাজার ৫৭ দিরহাম রয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২ লাখ টাকা দাঁড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শহিদুল জানান, কালো রংয়ের হ্যান্ড ট্রলিব্যাগে বিদেশি মুদ্রা সৌদি রিয়াল রয়েছে কলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবেও জানিয়েছেন ড. মঈনুল খান।
×