ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক খেলাঘরের

প্রকাশিত: ০৮:৪১, ২২ অক্টোবর ২০১৬

মৌলবাদের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ  প্রতিরোধের ডাক খেলাঘরের

স্টাফ রিপোর্টার ॥ উগ্র-সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর। শুক্রবার শিল্পকলা একাডেমিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে। সভায় দেশের বিভিন্ন জেলা, মহানগর, থানা ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, জাতীয় ও কেন্দ্রীয় কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে মৌলবাদী গোষ্ঠী তৎপর। তারা দেশজুড়ে নানা কায়দায় একের পর এক অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য সাংস্কৃতিক আগ্রাসন ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেয়া। পাশাপাশি নতুন প্রজন্মকে বিপথগামী করে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা। এমন বাস্তবতায় অশুভ শক্তি রোধে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। সংগঠনের সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, নূরুর রহমান সেলিম, প্রণয় সাহা, আব্দুল মতিন ভূঁইয়া, সাংবাদিক শ্যামল দত্ত, শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, ইমাম হোসেন ঠা-ু, নাজমুল আহসান অপু, ফকির এ মতিন, ডাঃ আলী আকবর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু প্রমুখ।
×