ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাউন্সিলে যাবে বিএনপি

প্রকাশিত: ০৭:৫৫, ২২ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিলে যাবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে যাবে বিএনপি। দলটির মধ্যম সারির নেতাদের একটি প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে বিএনপি হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে। যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে এ প্রতিনিধি দলে দুই থেকে তিন সদস্য থাকতে পারে। এর আগে বিএনপির পঞ্চম কাউন্সিলে আওয়ামী লীগের দুজন প্রতিনিধি এবং আওয়ামী লীগের ১৯তম জাতীয় কাউন্সিলে বিএনপির দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু এ বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ পেয়েও আওয়ামী লীগের কোন প্রতিনিধি অংশ নেননি। তবে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার দলের আওয়ামী লীগের কাউন্সিলে যাওয়ার কথা জানিয়েছেন। এদিকে, শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ স্মরণে জাতীয়তাবাদী বন্ধু দলের এক আলোচনা সভায় আলাল জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি অংশ নেবে। তিনি বলেন, আমরা খুশি হয়েছি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেননি। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করেননি। কিন্তু আমরা আপনাদের মতো হীনম্মন্য নই। বিএনপিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যেতে বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল সে প্রমাণ আপনারা আওয়ামী লীগের কাউন্সিলের দিন পাবেন। আমরা যাব।
×