ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেসিকা সেসিল, বিবিসি

ভার্চুয়াল রিয়েলিটি মানুষ তৈরি নয়

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ অক্টোবর ২০১৬

ভার্চুয়াল রিয়েলিটি মানুষ তৈরি নয়

নতুন ওকুলাস রিফট গেম বের হয়েছে। এর জন্য যে হেডসেট আছে তা স্কুবা গগলস্ লাগানো বেসবল কাপের মতো। এর তারটা পিঠের দিকে চলে গেছে। এটা অবশ্য সবার জন্যই বানানো। সম্প্রতি ওকুলাস কানেক্ট ডেভেলপার সম্মেলনে ভার্চুয়াল রিয়েলিটির জগতে নতুন কি আসতে যাচ্ছে সাংবাদিকরা তা আগাম দেখার সুযোগ পেয়েছেন। তারা দেখতে পেয়েছেন কারাওকের ঐন্দ্রজালিক জগত। ওকুলাস রিফাটের অনেক গেমেই নতুন ওকুলাস টাচ হ্যান্ডসেট আছে। ওকুলাস টাচ হ্যাপটিক ফিডব্যাক যোগায়। অর্থাৎ গেমে যা কিছু ঘটছে এটা তার শারীরিক প্রতিক্রিয়া। কণিকাকার নিয়ন্ত্রণের জন্য এটি মোশন সেন্সিংকে কাজে লাগিয়ে আপনার হাত দুই খানি মূলত ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের ভেতর স্থাপন করে। তবে বহু ঢাকঢোল বাজানো সত্ত্বেও বর্তমান ব্যবস্থাটির বাজার পাওয়ার জন্য যে চমক সৃষ্টি করা হয়েছিল তাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে না। শেল গেমসের গেম ইঞ্জিনিয়ার জন কোলেনচেরিন বলেন যে ওকুলাস রিফট ও পিসি সেটআপের চড়া মূল্য ক্রেতাদের বাজারে আসার পথে এখনও একটা বাধা। ওকুলাস রিফট, এইচটিসি ভাইভ এবং নতুন প্লেস্টেশন ভিআর হেডসেট মূলত প্রথম দিকের সেই গ্রাহকদের প্রলুব্ধ করছে যারা সেই সব পণ্যে এক হাজার ডলারেরও বেশি বিনিয়োগ করতে চায় যেগুলো মূলধারা হিসেবে ব্যবহৃত হওয়া থেকে এখনও কয়েক বছর দূরে রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং মিক্সড রিয়েলিটির বাজার ২০২০ সাল নাগাদ বিশ্বব্যাপী ৮৮০ কোটি ডলারের শিল্পে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছে ভিডিও গেমের গবেষণা প্রতিষ্ঠান সুপারডাটা। সুপারডাটার গবেষণা পরিচালক স্টিফানি লামাস বলেন ভার্চুয়াল রিয়েলিটিকে একটা মূলধারা সিহেবে গ্রহণের ব্যাপাটা আগামী তিন বছরের মধ্যে না ঘটারই সম্ভাবনা। তিনি বলেন, ‘আপনি যদি গেমার না হন তাহলে এর কনটেন্টে নিরুত্তাপ বলে মনে হবে। এর পেছনে একটা অভিনবত্ব আছে। কিন্তু প্রচুর লোক একে গ্রাহ্যের মধ্যে নিচ্ছে না। আপনি যিদি ইতোমধ্যে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে নাড়াচাড়া করে না দেখেন তাহলে এটা কেমন লাগবে সেটা কল্পনা করে দেখাও প্রায় অসম্ভব ব্যাপার। কোন ডিভাইস সম্পর্কে অভিজ্ঞতা যদি আপনার জানা না থাকে তাহলে তার পেছনে কি আপনি বিনিয়োগ করতে যাবেন?’ তিনি আরও বলেন, ডেভেলপাররাও ভার্চুয়াল রিয়েলিটির কনটেন্ট তৈরির ব্যাপারে মন্থর। কারণ। এই বাজারটির সম্ভাবনা এখনও পরীক্ষা করে দেখা হয়নি। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির দুটো স্বতন্ত্র সেট আছে। একটি হলো দামের দিক দিয়ে সাধ্যায়ও হেড গিয়ার যা স্মার্টফোনকে স্ক্রিন হিসেবে ব্যবহার করে। অন্যটি ব্যয়বহুল সরঞ্জাম, যার জন্য যুতসই পিসি দরকার। সম্প্রতি গুগল তার ডেড্রিম ভিউ হেডসেটের ঘোষণা দিয়েছে। এটি স্যামসাংয়ের গিয়ার ভিআরের প্রতিদ্বন্দ্বী। আগামী নবেম্বরে বাজারে ছাড়া হচ্ছে।
×