ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেড় কোটি মানুষের শহরে মাত্র ২৮ কাঁচাবাজার

প্রকাশিত: ০৬:৫২, ২২ অক্টোবর ২০১৬

দেড় কোটি মানুষের শহরে মাত্র ২৮  কাঁচাবাজার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা। প্রায় দেড় কোটি মানুষের বসবাস এই শহরে। অথচ এত বিপুলসংখ্যক মানুষের বিপরীতে শহরটিতে মাত্র ২৮টি কাঁচাবাজার, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এই সুযোগে শহরটির অলিতে গলিতে গড়ে উঠেছে বিপুলসংখ্যক অবৈধ বাজার। যার ফলে শহরের স্বাভাবিক পরিবেশের বিঘœ ঘটলেও হাতভারি হচ্ছে প্রভাবশালীদের। খাজনার নামে হাতিয়ে নিচ্ছেন বিপুল অঙ্কের টাকা। সমস্যা সমাধানে বাজারের সংখ্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ক্রেতাদের ওপর দোষ চাপিয়ে অবৈধ বাজারের বিষয়ে নিজেদের দায় এড়ালো সিটি কর্পোরেশন। রাজধানীর মগবাজার-মৌচাক উড়াল সড়কের নিচে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার ঘিরে চাঁদাবাজির বিষয়ে মুখ খোলায় এক দোকানিকে ধমক দেন নিজেকে ক্ষমতাসীন দলের কর্মী পরিচয় দেয়া এক ভদ্র লোক। ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হয়নি এখনও। তবে দখল হয়েছে অনেক আগেই। প্রভাবশালীদের ছত্রছায়া গড়ে তোলা হয়েছে অস্থায়ী বাজার। আর বাজার ঘিরে প্রতিদিন চাঁদাবাজি চললেও এদের ভয়ে মুখ খুলেন না কেউ। মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারের পাশের সড়কটি দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ বাজার। এখানে বৈধ বাজারের খাজনা আদায়কারীরাই তোলেন অবৈধ বাজারের চাঁদা। তবে প্রশ্ন হচ্ছে এসব অবৈধ বাজারে কেন যান সাধারণ মানুষ। প্রায় দেড় কোটি মানুষের এই শহরের সিটি কর্পোরেশনের পর্যাপ্ত বাজার না থাকায় রাজধানীর অলিতে গলিতে গড়ে উঠেছে এ রকম অবৈধ কাঁচাবাজার। যার ফলে বিঘœ ঘটছে মানুষের স্বাভাবিক চলাচলের। আবার কোথাও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশ্লেষকরা বলছেন, সমস্যা সমাধানে বাজারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এসব অবৈধ বাজারের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। একইসঙ্গে নাগরিকদের পরিহার করতে হবে যেখানে সেখানে বাজার করার মানসিকতা। অবৈধ বাজারের বিষয়ে ক্রেতাদের ওপর দোষ চাপিয়ে বরাবরের মতো নিজেদের দায় এড়ালো সিটি কর্পোরেশন। পাশাপাশি নতুন প্রায় ২০টি বাজার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী। রাজধানীর উত্তরার মতো একটি আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের কাঁচাবাজার না থাকা দুঃখজনক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের প্রয়োজনীয় অনুষঙ্গ বাদ দিয়ে যাতে আর কোন নতুন আবাসিক এলাকা তৈরি না হয় সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।
×