ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনুসের সেঞ্চুরিতে পাকিস্তানের প্রথম দিন

প্রকাশিত: ০৬:৫১, ২২ অক্টোবর ২০১৬

ইউনুসের সেঞ্চুরিতে পাকিস্তানের প্রথম দিন

স্পোর্টস রিপোর্টার ॥ কদিন আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন, এখনও শতভাগ শারীরিক দুর্বলতা কাটেনি অথচ কী দুর্দান্ত এক সেঞ্চুরিই না হাঁকালেন ইউনুস খান। পাকিস্তানী ব্যাটসম্যান দেখালেন কেন তিনি সময়ের সেরাদের একজন। ক্যারিয়ারের ৩৩ নম্বর সেঞ্চুরির তুলে নেয়ার পর ১২৭ রানে আউট হয়েছেন ৩৮ বছর বয়সী তুখোড় এই উইলোবাজ। যার ওপর ভর করে আবুধাবীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৪ রান করে শক্ত অবস্থানে মিসবাহ-উল হকের দল। ৯০ নিয়ে ব্যাট করছেন অধিনায়ক। হাফ সেঞ্চুরি পেয়েছেন আরেক টেস্ট স্পেশালিস্ট আসাদ শফিক (৬৮)। দুবাইয়ে নাটকীয়তায় ভরা দিবারাত্রির প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে পাকিস্তান অথচ বল হাতে ক্যারিবীয়দের শুরুটা মন্দ ছিল না। রানের খাতা খোলার আগেই প্রথম টেস্টের ট্রিপল সেঞ্চুরিয়ান আজহার আলীকে (০) পরিষ্কার বোল্ড করে সাজঘরে ফেরান পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ৬ রান করা অপর ওপেনার সামি আসলাম যখন দেবেন্দ্র বিশুর শিকারে পরিণত হন পাকিস্তানের রান তখন মোটে ৪২। চাপেই বলতে হবে। শফিককে নিয়ে দারুণভাবে সেই চাপ সামাল দিয়েছেন ইউনুস। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। তবে বড় জুটিটা গড়ে ওঠে অধিনায়কের সঙ্গে। চতুর্থ উইকেটে মাত্র ৪৪ ওভারে ১৭৫ রান তুলে নেন। ২০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ডানহাতি ইউনুস। এর মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ সেঞ্চুরির মালিক গ্রেট জাভেদ মিয়াঁদাদকে আরও অনেক পেছনে ঠেলে দিলেন! ৫১ সেঞ্চুরিতে অবশ্য সর্বোপরি তালিকায় সবার ওপরে শচীন টেন্ডুলকর। ৩৮ বছর বয়সী ইউনুস তার ৩৩ সেঞ্চুরির ১৩টিই হাঁকালেন ৩৫-এর পরে, যা নতুন রেকর্ড! গ্যাব্রিয়েল নিয়েছেন ২ উইকেট। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ৩০৪/৪ (৮৪ ওভার; ইউনুস ১১৭, মিসবাহ ৯০*, শফিক ৬৮; গ্যাব্রিয়েল ২/৪৩)। বাংলাদেশের আরিফুলের আরেকটি স্বর্ণজয় স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার কলম্বোতে চলমান ‘সাউথ এশিয়ান এ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ’ সাঁতারে বাংলাদেশের তরুণ সাঁতারু আরিফুল ইসলাম দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করেছেন। শুক্রবার ছেলেদের অনুর্ধ ১৮ বছরের গ্রুপে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আরিফুল ৩০.৯৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে দ্বিতীয় হন শ্রীলঙ্কার ইয়োগারাথনাম (৩১.৪৫) ও তৃতীয় হন ভারতের বরুণ প্যাটেল (৩১.৭০)। এর আগে গত বুধবার আরিফুল ইসলাম ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ০৮.২১ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্বর্ণপদকটি অর্জন করেছিলেন। শুক্রবার বাংলাদেশের অপর সাঁতারু মাহফিজুর রহমান সাগর ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৩.১১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জেতেন। অনুর্ধ-১৮ বালিকা বিভাগে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাংলাদেশের রোমানা আক্তার ৩৭.০৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জেতেন। ৪শ’তম হার ভারতের স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে জয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকলেও সবচেয়ে বেশি হারের কীর্তিটা সবচেয়ে বেশি ম্যাচ খেলা ভারতেরই! বৃহস্পতিবার নিউজিল্যান্ডের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে প্রথম দল হিসেবে ওয়ানডেতে ৪০০ হারের ‘কীর্তি’ গড়ে মহেন্দ্র সিং ধোনির দল! দ্বিতীয় সর্বোচ্চ হার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (৩৮৩)। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা (৩৭৩), নিউজিল্যান্ড (৩৪৯), জিম্বাবুইয়ে (৩৩৭), ওয়েস্ট ইন্ডিজ (৩৩৬), ইংল্যান্ড (৩১৮), অস্ট্রেলিয়া (৩০০)। আর ৫৪৭টি জয় নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ৪৫৬টি করে জয়ের তালিকায় দ্বিতীয় পাকিস্তান, ভারতের জয় ৪৫৫ ওয়ানডেতে।
×