ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিআরএসে সম্মত ভারত

প্রকাশিত: ০৬:৫০, ২২ অক্টোবর ২০১৬

ডিআরএসে সম্মত  ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে পরীক্ষামূলকভাবে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) চালুর সবুজ সঙ্কেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিাআই)। ঘরের মাটিতে আসন্ন ইংল্যান্ড সিরিজেই এর ব্যবহার দেখা যাবে। ‘ভারত যে ডিআরএস চালুর বিপক্ষে নয়, তা প্রমাণ করতেই পরীক্ষামূলকভাবে আসন্ন ইংল্যান্ড সিরিজে এটা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ শুক্রবার এক বিবৃতিতে জানায় বিসিসিআই। ডিআরএস নিয়ে দলটির শুরু থেকেই তীব্র আপত্তি ছিল। সেই দলে ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। বিরাট কোহলি টেস্ট দায়িত্ব নেয়ার পর কোচ অনিল কুম্বলের সঙ্গে আলোচনায় ধারণায় পরিবর্তন আসতে থাকে। গ্রেট কুম্বলে আবার নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ক্রিকেট কমিটির প্রধান। গত বছর এমআইটি ল্যাবরেটরিতে ‘বল-ট্র্যাকিং’ প্রযুক্তি ও ‘হট-স্পট’ নিয়ে উন্নতমানের টেকনোলজি দেখার পর কুম্বলে বিসিসিআইকে এর ইতিবাচক দিক ব্যাখ্যা করেন। তার প্রেক্ষিতেই পরীক্ষামূলক ব্যবহারের সিদ্ধান্ত। ২০০৮ সালে শ্রীলঙ্কা সিরিজে একবারই মাত্র ডিআরএস ব্যবহারে বাধ্য হয়েছিল ভারত! বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা খুশি যে হক-আইয়ের প্রযুক্তিগত উন্নতি হয়েছে।’
×