ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিভিয়ের বিশ্ব রেকর্ড!

প্রকাশিত: ০৬:৫০, ২২ অক্টোবর ২০১৬

রিভিয়ের বিশ্ব রেকর্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে চলমান টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছিল রিভিউর ছড়াছড়ি। ক্রিকেট পরিসংখ্যানের ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এখানেই হয়ে গেছে এক ইনিংসে সর্বোচ্চ রিভিউ নেয়ার বিশ্বরেকর্ড! ১০বার রিভিউ নেয়া হয়েছে এই ইনিংসে। অভিষেকে মেহেদী হাসান মিরাজের ষষ্ঠ শিকার হয়েছেন স্টুয়ার্ট ব্রড। সেই সঙ্গে ২৯৩ রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছে ইংল্যান্ড। শুক্রবার ব্রডও অবশ্য স্বাভাবিক উপায়ে বিদায় নেননি। আম্পায়ার নট আউট দিলেও রিভিউর মাধ্যমে হয়েছে নিষ্পত্তি। যেখানে পুরো ইনিংসে বাংলাদেশ রিভিউতে সফল হয়েছে কমই। বৃহস্পতিবার প্রথম দিনেই সাকিব-আল হাসান পুড়েছিলেন এই রিভিউর আগুনে। লাঞ্চের আগে ও পরে তার ৬ বলের মধ্যে তিনবার মঈন আলিকে আউট দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনাÑ কিন্তু প্রতিবার রিভিউ নিয়ে নট আউট থেকে গেছেন মঈন! প্রথম দিনে নেয়া ৭ রিভিউর ৫টিই ছিল মঈনের! দ্বিতীয় দিনের সকালে আরও ৩টি রিভিউ নেয়া হয়। এই ১০ রিভিউর ৮টি গেছে ইংল্যান্ডের পক্ষে। ম্যাচের এখনও তিন দিন বাকি, আরও কত রিভিউ হয় সেটিই দেখার অপেক্ষা!
×