ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করতোয়ায় নৌকাবাইচ

প্রকাশিত: ০৬:৩৯, ২২ অক্টোবর ২০১৬

করতোয়ায় নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মরা গাঙে জোয়ার আনতে বগুড়ার শুকনাপ্রায় করতোয়া নদীতে নৌকাবাইচ হয় শুক্রবার বিকেলে। আয়োজকরা জানালেন, নদী বাঁচাও, করতোয়া বাঁচাও আন্দোলনের অংশ বাংলার ঐতিহ্যের এ নৌকাবাইচ। এমন প্রতীকী আন্দোলনের উদ্যোক্তা যৌথভাবে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়ার বেজোড়া যুব উন্নয়ন সংঘ। সহযোগিতা দিয়েছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রায় ৩৫ বছর পর করতোয়া নদীতে বাইচ হলো। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। সভাপতিত্ব করেন বেজোড়া যুব উন্নয়ন সংঘের সভাপতি আজিজার রহমান বাবু। বিকেল ৪টায় সদরের বেজোড়া ষষ্ঠীতলা পয়েন্ট থেকে এ নৌকাবাইচ শুরু হয়ে তিন কিলোমিটার দূরে ভাটকান্দি এলাকার শেষ সীমানা ডেফলতলায় শেষ হয়। নৌকা সাজিয়ে কাঁসার টং টং শব্দে ঢোলক বাজিয়ে ছাড়লাম দৌড়ের নাও ধ্বনিতে সাজ সাজ রবে বাইচ বা প্রতিযোগিতা শুরু হয়। করতোয়ার দুই তীরের হাজারো মানুষ মুহুর্মুহু করতালি দিয়ে নাইয়াদের বৈঠা বাওয়ার গতি বাড়িয়ে দেয়। যদিও শুকনাপ্রায় নদীতে বাইচের বড় নৌকা আসেনি। মাঝারি বাইচের নৌকা দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। বগুড়া, ধুনট ও সিরাজগঞ্জের য়য়টি নাও বাইচে অংশগ্রহণ করে। বাইচে শীর্ষ বিজয়ী দলকে ২১ ইঞ্চি এলজি টেলিভিশন ও দ্বিতীয় স্থানের দলকে স্মার্টফোন পুরস্কার দেয়া হয়।
×