ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৪

প্রকাশিত: ০৬:৩৯, ২২ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায়  ব্যবসায়ীসহ  নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সীতাকু- ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালক, ব্যবসায়ী ও যুবকসহ চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে একটি হিউম্যান হলারকে পণ্যবাহী লরি ধাক্কা দিলে নিহত হন চালকসহ দুই ব্যক্তি। শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের জোরারগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, পণ্যবাহী লরি হিউম্যান হলারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন স্থানীয় এক ব্যবসায়ী। গুরুতর আহত চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর নাম মোশাররফ হোসেন (২৮)। আর নিহত হিউম্যান হলার চালকের নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খাগড়ছড়ির রামগড়ে। নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের ললাটি বরিবাড়ি এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহী টেম্পোর সঙ্গে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মদনপুর বাসস্ট্যান্ড থেকে একটি টেম্পো যাত্রী নিয়ে তালতলার দিকে যাচ্ছিল। ললাটি বরিবাড়ি এলাকায় পৌঁছলে টেম্পোটিকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে এতে ঘটনাস্থলে বেদেনা আক্তার নামের এক মহিলা নিহত হয়। সীতাকু- (চট্টগ্রাম) ॥ সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় সুমন রায় (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন নীলফামারি জেলার ডোমরা থানার সাধন রায়ের পুত্র। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ের শুকলালহাট এলাকায় চট্টগ্রামুখী একটি পিকাপ একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকাপে থাকা আরোহী সুমন রায়ের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং পিকাপে থাকা চালক আহত হয়। ফরিদপুর ॥ নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুইটি বাসের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়ায় আহত ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, শুক্রবার আখাউড়ায় বিজিবির পিকআপ ভ্যানের ধাক্কায় আহত আলফু মিয়া (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত আলফু মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে। গত সোমবার সকালে অটোরিক্সায় আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে যাবার সময় বিজিবির পিক-আপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
×