ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভয়নগরে দশ টাকা কেজি চালের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৫, ২২ অক্টোবর ২০১৬

অভয়নগরে দশ টাকা কেজি চালের কার্ড বিতরণে  অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নে দুই ও তিন নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে দশ টাকা কেজি চালের কার্ড বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্যদের শাস্তির দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে। জানা গেছে, চলিশিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আন্দা ও চলিশিয়া (আংশিক) গ্রামের ইউপি সদস্য আকতার হোসেন কুমকুম ও তিন নম্বর ওয়ার্ড চলিশিয়া গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিন সরদার এলাকার হতদরিদ্রদের মাঝে কার্ড বিতরণ না করে তাদের সচ্ছল আত্মীয়-স্বজন ও দলীয় লোকদের মাঝে বিতরণ করেছেন। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চলিশিয়া গ্রামের ধনাঢ্য মৃত ইদ্রিস আলী মোল্যার ছেলে কাপড় ব্যবসায়ী মাসুম মোল্যা কার্ড পেয়েছেন। চলিশিয়ার বাসিন্দা নওয়াপাড়া বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাস, খোকন দাস, শ্যামপ্রসাদ দে, গোলক গাঙ্গুলী, জবেদ গাজী কার্ড পেয়েছেন। এছাড়া, ওই গ্রামের শত বিঘা জমির মালিক মোতালেব মোল্যা, হালিম মোল্যা, কাসেম ফকির, হাসান ফকির, কালু মল্লিকসহ অনেক ধনী লোক কার্ড পেয়েছেন। অথচ, ওই গ্রামের হতদরিদ্র জোবেদা বেগম, আলাউদ্দিন মোল্যা, কেসমত মোল্যাসহ অনেকে কার্ড পাননি। হতদরিদ্র চল্লিশ জনের পক্ষ নিয়ে দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কার্ড পাওয়ার জন্য সুপারিশ করেছেন। একইসঙ্গে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আকতার হোসেন কুমকুমের অনিয়ম তদন্ত করে শাস্তির দাবি করেছেন। এছাড়া তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের শাস্তি দাবি করে এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমি কোন অনিয়ম করিনি, হতদরিদ্রদের মাঝেই কার্ড দিয়েছি। সরকার বেশি করে কার্ড দিলে এ অবস্থার সৃষ্টি হতো না।’ অপর ইউপি সদস্য আকতার হোসেন কুমকুম বলেন, ‘কিছু অনিয়ম হয়েছিল। আমি তাদের কার্ড ক্লোজ করে হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছি। এখন আর কোন সমস্যা নেই।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে গণশুনানি করে ব্যবস্থা নেয়া হবে।
×