ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবি ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ০৬:২৫, ২২ অক্টোবর ২০১৬

চবি ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র চবি প্রক্টর অফিসে জমা পড়েছে। অভিযুক্তরা হলেন চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনু এবং আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিজান। বোম্বে সুইটসের বিক্রয় প্রতিনিধি মোঃ রুবেল বৃৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে প্রক্টর অফিসে এ অভিযোগ করেন। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চবি ২নং গেট এলাকায় মালের অর্ডার কাটতে আসে বোম্বে সুইটসের বিক্রয় প্রতিনিধি রুবেল ও আকবর। এদের মধ্যে আকবর গাড়ির ভেতরেই ছিলেন। রুবেল দোকানে কথা বলতে গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় মিনু ও মিজানের নেতৃত্বে ৪-৫ জন। পরে রুবেলকে তারা চবি আলাওল হলের গেস্ট রুমে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং তার কাছে থাকা প্রায় ৬ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা বা আশপাশে ব্যবসা করতে হলে মাসিক নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হবে বলেও হুমকি দেয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। এছাড়াও স্কয়ার ও ইবনে সিনা কোম্পানির চার বিক্রয়কর্মীর কাছ থেকেও টাকা ছিনিয়ে নেয় তারা। তবে ওই বিক্রয় কর্মীরা এ বিষয়ে কোন অভিযোগ করেননি। ঘটনার পরপরই তারা দ্রুত সরে পড়েন। বোম্বে সুইটসের বিক্রয় প্রতিনিধি মোঃ আকবর জানান, ‘আমি গাড়ির ভেতরেই ছিলাম। রুবেল গাড়ি থেকে নেমে দোকানে মালের অর্ডার কাটতে গেলে তাকে জোরপূর্বক তুলে আনে মিনু এবং মিজানের নেতৃত্বে কয়েকজন। পরে তাকে হলে আটকে রেখে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়।’ চবি প্রক্টর আলী আজগর চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আলাওল হলে একজনকে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে রুবেল নামের এক বিক্রয়কর্মীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দিয়েছে তারা। আমরা বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
×