ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ের পদ্মায় মা ইলিশসহ ১৫ জেলে আটক

প্রকাশিত: ০৬:২৩, ২২ অক্টোবর ২০১৬

লৌহজংয়ের পদ্মায়  মা ইলিশসহ ১৫  জেলে আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ জেলেকে মা ইলশ ধরার অপরাধে আটক করা হয়। উদ্ধার করা হয় মা ইলিশ ও জাল। ভ্রাম্যমাণ আদালতটির বিচারক ম্যাজিস্ট্রেট এসএম শাহীন জানান, মাওয়া নৌ-পুলিশ রাতভর পদ্মায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে। এ সময় আটক করা হয় ১৫ জেলেকে। জব্দ করা হয় ৩০ কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্টজাল। মাছগুলো বিভিন্ন মাদ্রাসার এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়। আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় কারেন্ট জাল। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। ভোলায় ১৭ জেলে নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদী থেকে মাছ ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনার তুলাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ২০ কেজি ইলিশ মাছ, দু’টি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মাগুরায় জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, মাগুরায় গড়াই নদীতে ইলিশ মাছ ধরায় শুক্রবার সকালে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে কোন জেলেকে আটক করা যায়নি ।
×