ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুরি ঠেকাতে অভিনব তালা

প্রকাশিত: ০৬:১৮, ২২ অক্টোবর ২০১৬

চুরি ঠেকাতে অভিনব তালা

বাইসাইকেলে সাধারণত যে তালা ব্যবহার করা হয় তা চোরেরা কেটে ফেলতে ১৫ থেকে ২০ সেকেন্ড সময় লাগে। এ অবস্থায় এর চুরি ঠেকাতে স্যানফ্রান্সিসকোর ড্যানিয়েল ইডজকোবিস্কি নতুন এক ধরনের তালা উদ্ভাবন করেছেন যা কাটতে গেলে বিষাক্ত স্প্রে বাতাসে ছড়িয়ে পড়বে। আশপাশের লোকজন বমি করবে এবং শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হবে। স্কাঙ্কলক নামের এই তালা কার্বন ও স্টিলের তৈরি। এর রিঙের মাঝে বিষাক্ত গ্যাস ঢোকানো হয়। -গার্ডিয়ান
×