ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের রেডিও টিভিতে ভারতীয় অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:১৮, ২২ অক্টোবর ২০১৬

পাকিস্তানের রেডিও টিভিতে ভারতীয়  অনুষ্ঠান সম্প্রচার  নিষিদ্ধ

কাশ্মীর নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে পাকিস্তান তাদের রেডিও ও টেলিভিশন চ্যানেলে ভারতীয় অনুষ্ঠানের প্রচার নিষিদ্ধ করেছে। দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) বুধবার এক বিবৃতিতে এ কথা জানায়। শুক্রবার বিকেল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। যেসব চ্যানেল এ নিষেধাজ্ঞা মানবে না, কর্তৃপক্ষ তাদের লাইসেন্স বাতিল করারও ঘোষণা দিয়েছে। খবর ডেইলি টাইমস। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিইএমআরএ-র বিবৃতিতে অবৈধ ভারতীয় স্যাটেলাইট টিভি বিক্রির বিরুদ্ধে অভিযান চালানোরও ঘোষণা দেয়া হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। গত সপ্তাহে ভারতীয় সিনেমা হল মালিকরা পাকিস্তানী তারকাসমৃদ্ধ চলচ্চিত্র না দেখানোর সিদ্ধান্ত নেয়ার প্রতিক্রিয়ায় পিইএমআরএ-র এ ঘোষণা এল বলে ধারণা করা হচ্ছে। কাশ্মীর নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের বিনোদন জগত বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে।
×